
আগামী জুলাইয়ের মধ্যেই সেতুর মূল অবকাঠামোর ৪১টি স্প্যান বসানোর কাজ শেষ হতে চলেছে। প্রকল্প পরিচালক জানালেন, এ লক্ষ্যে পদ্মা জুড়ে কাজের গতিও বাড়ানো হয়েছে কয়েকগুণ। শুধু এক মাসের ব্যবধানেই সেতুর আরো ৬ টি পিলারকে যুক্ত করেছে ৩ টিন স্প্যান। ১৯তম স্প্যান বসে সেতুর দৈর্ঘ্য এখন প্রায় ৩ কিলোমিটার। কাজের ধারাবাহিকতায় বেড়েছে সরঞ্জাম ও দক্ষ শ্রমিক সংখ্যাও।
সুত্র সংগ্রহ ঃ news24