
অনলাইন নিউজ : বরিশাল সিটি কর্পোরেশন রুপাতলী ২৪নং ওয়ার্ডের আঃ হামিদ খান সড়কে আপন বেকারির ধোঁয়ায় জনজীবনে দুর্ভোগ চরমে!
ইতিপূর্বে প্রকাশিত হয়েছে বরিশালের স্থানীয় গণমাধ্যম ও অনলাইন একাধিক পোর্টাল গুলোতে উল্লেখ্য বেশিমাত্রায় অতিষ্ঠ ও ক্ষতিগ্রস্থ পরিবার গুলো বরিশাল পরিবেশ অধিদপ্তরে পরিচালক বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেছেন নাকি
বেকারি কতৃপক্ষের নিকট ক্ষতি গ্রন্থ পরিবার গুলোর প্রস্তাব ছিলো যেনো তাহারা ওভেনের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে
কিন্তু বেকারি কতৃপক্ষ বেশি খরচ হবে সেই পরিমান মূলধন নেই বলে অপারগতা প্রকাশ করেন!
এবং জমি বিক্রি করে ওভেন ক্রয় করার কথা উল্লেখ করেন
তবে ভুক্ত ভোগী পরিবার গুলোর ভিন্ন মত প্রকাশ করেন
তাহারা বলেন দীর্ঘ দুই বছর যাবৎ বলে আসতেছি আপন বেকারি কতৃপক্ষের কাছে যে বেকারি চালান তবে আমাদের এলাকার মানুষের সমস্যা দূর করে চালান তাহারা ওভেন ক্রয় করে চালাতে পরামর্শ দিলেও বছর পার হয় তাদের জমি বিক্রির অজুহাতে ওভেন ক্রয় হয়না বরং জনভোগান্তী লেগেই আছে কোনো পরিত্রাণ নেই!
অনেকেই ঐ এলাকার মানুষ অভিযোগ করেন যে তাদের শরীর অসুস্থ্য হয়েছে এই আপন বেকারির ধুঁয়ার কারণে
দু একটি পরিবার এমন চলতে থাকলে পরিবেশ অধিদপ্তরের
লিখিত অভিযোগ করার পরে তাহারা কোনো পদক্ষেপ না নিলে
আইনের আশ্রয় নেয়া ছাড়া তাদের নাকি আর কোন পথ থাকবেনা
সংশ্লিষ্ট কতৃপক্ষ যথাযথ পদক্ষেপ না নিলে তাদের নামেই আইনের কাঠগড়ায় নিয়ে যাওয়ার পদক্ষেপ নিতে পারেন বলে মন্তব্য করেছেন এক ইউরোপ প্রবাসী ও তার পরিবার।