
অনলাইন নিউজঃ অদ্য ২৮ এপ্রিল মঙ্গলবার বরিশাল নগরীর কালিবাড়ি রোডে অবস্থিত মমতা স্পেশালাইজড হাসপাতলের লিফটের নীচে এক চিকিৎসকের লাশ পওয়া গেছে। নিহত চিকিৎসকের নাম ডাঃ এম এ আজাদ সজল। তিনি শেবাচিম হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান। এ ক্লিনিকে সে প্রাইভেট প্রাকটিস করত সে ক্লিনিকেই বসবাস করতেন তার দেশের বাড়ি ঢাকার কেরানিগঞ্জে। হাসপাতালের কর্মচারীদের ভাষ্য গতকাল সোমবার সন্ধ্যায় সে তার চেম্বারে আসেন। এরপর তাকে আর দেখা যায়নি। আজ সকালে লিফটম্যান লিফট চালু করতে গিয়ে লক্ষ করে লিফটের নীচে কেউ চাপা পড়ে আছে। দ্রুত সবাই এগিয়ে এসে দেখতে পান ডাঃ আজাদের লাশ। পুলিশ এসে ঘিরে ফেলে হাসপাতাল সেখানে তার সুরাতাল রিপোর্ট শেষে পোস্টমর্টেমের জন্য মর্গে পাঠানো হয়। পুলিশের একটি সুত্র দাবি করেছেন, লিফটের নীচে কেউ চাপা পড়াটা রহস্যজনক। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তে রহস্য বেরিয়ে আসবে।
নিউজ সংগ্রহ মোঃ শাহজাদা হিরার ফেসবুক ওয়াল থেকে।