• আঞ্চলিক
  • »
  • ব‌রিশা‌লে মমতা স্পেশালাইজড হাসপাত‌লের লিফ‌টের নী‌চে চি‌কিৎস‌কের লাশ উদ্ধার।

ব‌রিশা‌লে মমতা স্পেশালাইজড হাসপাত‌লের লিফ‌টের নী‌চে চি‌কিৎস‌কের লাশ উদ্ধার।

প্রকাশ : April 28, 2020, 9:49 pm

অনলাইন নিউজঃ অদ্য ২৮ এপ্রিল মঙ্গলবার ব‌রিশা‌ল নগরীর কালিবাড়ি রোডে অবস্থিত মমতা স্পেশালাইজড হাসপাত‌লের লিফ‌টের নী‌চে এক চি‌কিৎস‌কের লাশ পওয়া গে‌ছে। নিহত চি‌কিৎস‌কের নাম ডাঃ এম এ আজাদ সজল। তি‌নি শেবা‌চিম হাসপাতা‌লের বার্ন ইউ‌নি‌টের প্রধান। এ ক্লি‌নি‌কে সে প্রাই‌ভেট প্রাক‌টিস করত সে ক্লিনিকেই বসবাস করতেন তার দেশের বাড়ি ঢাকার কেরানিগঞ্জে। হাসপাতা‌লের কর্মচারী‌দের ভাষ্য গতকাল সোমবার সন্ধ্যায় সে তার চেম্বা‌রে আ‌সেন। এরপর তা‌কে আর দেখা যায়‌নি। আজ সকা‌লে লিফটম্যান লিফট চালু কর‌তে গি‌য়ে লক্ষ ক‌রে লিফ‌টের নী‌চে কেউ চাপা প‌ড়ে আ‌ছে। দ্রুত সবাই এ‌গি‌য়ে এ‌সে দেখ‌তে পান ডাঃ আজ‌াদের লাশ। পু‌লিশ এ‌সে ঘি‌রে ফে‌লে হাসপাতাল সেখানে তার সুরাতাল রিপোর্ট শেষে পোস্টমর্টেমের জন্য মর্গে পাঠানো হয়। পু‌লি‌শের এক‌টি সুত্র দা‌বি ক‌রে‌ছেন, লিফ‌টের নী‌চে কেউ চাপা পড়াটা রহস্যজনক। লাশ উদ্ধা‌রের পর ময়নাতদ‌ন্তে রহস্য বে‌রি‌য়ে আস‌বে।

নিউজ সংগ্রহ মোঃ শাহজাদা হিরার ফেসবুক ওয়াল থেকে।

 



সর্বশেষ সংবাদ
বরিশাল সদর উপজেলা আনসার ভিডিপির ভাতা ভোগীদের মধ্যে প্রথম বার ঈদ সামগ্রিক বিতরণ! ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছে পবি প্রবি'র ট্রেজারারের একমাত্র ছেলে খালিদ। বরিশালে জমকালো আয়োজনে পালন করা হয়েছে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী। রাজাপুর উপজেলা সেটেলমেন্ট অফিস কতৃক সাধারণ মানুষের ভোগান্তি চরমে! বরিশাল সদর উপজেলায় আনসার ভিডিপির নবাগত কর্মকর্তা রাবেয়া সুলতানা নাজমাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সম্ভাবনা দিয়েছেন ওয়ার্ড ও ইউনিয়ন দলনেতা দলনেত্রী ইউনিয়ন আনসার কমান্ডারগণ। রাজাপুর পল্লী বিদ্যুৎ সমিতির অফিসে বিল দেয়ায় গ্রাহক ভোগান্তি চরমে! বরিশাল শেবাচিম বহিঃ বিভাগের চিকিৎসকদের ডায়াগনস্টিক সেন্টারগুলোর সাথে আতাত % নেয়া বানিজ্য সিন্ডিকেটে ভোগান্তিতে অসহায় গরীব রোগীরা! বরিশালসহ দেশের ০৯ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আবাস! আবহাওয়া অধিদপ্তর! ৪ লক্ষ টাকায় খুন করা হয় সেচ্ছাসেবকলীগ নেতা ফুয়াদকে! পল্লী বিদ্যুৎ গ্রাহক ভোগান্তি।