
অনলাইন নিউজ:বরিশাল নগরীর রুপাতলী ২৪নং ওয়ার্ডের আঃহামিদ খান সড়কের মাসুদ খান নামক এক ব্যবসায়ী বিকাশ প্রতারক চক্রের জালে ফেসে গিয়ে তার ৫০০০০,পঞ্চাশ হাজার এর উর্ধ টাকা খুইয়েছেন!
এবিষয়ে কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করার প্রস্তুতি চলছে।
এখন সকলের দাবি এই চক্রের হাতে অনেক সাধারণ মানুষ প্রতারিত হয়ে থাকে প্রায়ই এর থেকে মুক্তি পেতে প্রশাসনের প্রতি বিশেষভাবে অনুরোধ জানায় সুশীল সমাজ ও ব্যবসায়ীরা, আর যেনো সাধারণ মানুষ বিকাশ চক্রের প্রতারণার শিকার না হয় এর জন্য সু ব্যবস্থা ও জনসচেতনতামূলক কার্যক্রম চালু করা উচিৎ বলে মনে করেন সচেতন নাগরিকরা।