
অনলাইন নিউজঃ বরিশাল নদী বন্দরের অভ্যন্তরে ও টার্মিনালে ঢাকাগামী লঞ্চ ছেড়ে যাওয়ার পরেই শুরু হয় টার্মিনালে ও নদী বন্দরের ফ্লোরে জুয়া ও গাঁজার জমজমাট আড্ডা দেখার যেনো কেউ নেই!
জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি বলেন এরা এখানেই থাকে কাজ কর্ম করে আবার টোকাইও আছে হকারও আছে, এখন কথা হলো টোকাই, হকার,লেবার, হলে ঐ এলাকায় কি তাদের জন্য এসব আইনি কোনো বাঁধা বাধ্যকতা থাকবেনা?
এঁদেরকে প্রতিহত করণীয় বিষয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষ বিষয়টি বিশেষ দৃষ্টিতে দেখবে এই প্রত্যাশা করেন সাধারণ মানুষ ও আমরা।