
অনুসন্ধানী প্রতিবেদন : গতকাল ১৯/০৯/২০২৪ইং রোজ বৃহস্পতিবার সকালে শেবাচিম বহিঃবিভাগে চিকিৎসা নিতে রুপাতলী এলাকার একজন নারী রোগী পরমাণু থেকে পরিক্ষা নিরিক্ষা করাণোর জন্য তার চিকিৎসা দিলোনা!
বরং সে ধমকের সাথে বলে নারী চিকিৎসক আমি যেই ডায়াগনস্টিক থেকে পরিক্ষা করে আনতে বলছি সেখানে করাননি কেনো? এখন আবার সেখানে গিয়ে পরিক্ষা করায়ে আনেন তারপরে চিকিৎসা করবো!
ভর্দ মহিলা ফিরে গেলো বাড়িতে চিকিৎসা সেবা না নিয়েই কি আর করার!? কারণ গরীব অভাবের সংসার বারংবার চিকিৎসার জন্য নানান টেষ্ট করানোর সামর্থ্য নেই!
এখন কথা হলো সরকারি হাসাপাতালে চাকুরী করে জনগণের অর্থ চুষে নিচ্ছে এদেরকে কোনো ভাবেই কোনো সরকার কি সোজা করতে পারবেনা?! তাদের সিন্ডিকেট কি কোনো সরকার বা কতৃপক্ষ ভাংতে পারবেনা!
এই প্রশ্ন জনসাধারণের সুশীল সমাজের গরীব অসহায় সাধারণ মানুষের?!