রাজাপুরে ডেঙ্গুতে একজনের মৃত্যু

প্রকাশ : July 28, 2019, 11:50 pm

রাজাপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ন্যাশনাল সার্ভিসের এক কর্মির মৃত্যু
==============================================
ঝালকাঠির রাজাপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নিগার সুলতানা (৩৬) নামে ন্যাশনাল সার্ভিসের এক কর্মির মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরে তার মৃত্যু হয়।
নিগার সুলতানা উপজেলার সাতুরিয়া ইউনিয়নের দক্ষিন তারাবুনিয়া গ্রামের (হালদারখালী) এলাকার মোঃ শাহজাহান মৃধার মেয়ে ও পাশ্ববর্তী কাউখালী উপজেলার শিয়ালকাঠি গ্রামের মোঃ শামসুল হুদা খানের স্ত্রী। তিনি ন্যাশনাল সার্ভিসের কর্মি হিসেবে রাজাপুর উপজেলা প্রানি সম্পদ কার্যালয়ে কর্মরত ছিলেন। জানাগেছে, নিগারের স্বামী ঢাকায় চাকুরি করার সুবাদে নিগার প্রায়ই ঢাকায় বেড়াতে যেত। গত ২৬ জুলাই শুক্রবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা থেকে সে বাবার বাড়ি আসে। শনিবার (২৭ জুলাই) সে পাশ্ববর্তী ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার দেখায়। তার অবস্থার কোন পরিবর্তন না হওয়ায় ২৮ জুলাই রোববার সকালে বরিশাল শের-ই বাংলা মেডিকেল হাসপাতালে নেয়ার পরে তার মৃত্যু হয়। রোববার বিকাল ৬টায় তার বাবার বাড়ি নামাজে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে লাশ দাফন করা হয়েছে।

 



সর্বশেষ সংবাদ
বরিশাল সদর উপজেলা আনসার ভিডিপির ভাতা ভোগীদের মধ্যে প্রথম বার ঈদ সামগ্রিক বিতরণ! ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছে পবি প্রবি'র ট্রেজারারের একমাত্র ছেলে খালিদ। বরিশালে জমকালো আয়োজনে পালন করা হয়েছে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী। রাজাপুর উপজেলা সেটেলমেন্ট অফিস কতৃক সাধারণ মানুষের ভোগান্তি চরমে! বরিশাল সদর উপজেলায় আনসার ভিডিপির নবাগত কর্মকর্তা রাবেয়া সুলতানা নাজমাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সম্ভাবনা দিয়েছেন ওয়ার্ড ও ইউনিয়ন দলনেতা দলনেত্রী ইউনিয়ন আনসার কমান্ডারগণ। রাজাপুর পল্লী বিদ্যুৎ সমিতির অফিসে বিল দেয়ায় গ্রাহক ভোগান্তি চরমে! বরিশাল শেবাচিম বহিঃ বিভাগের চিকিৎসকদের ডায়াগনস্টিক সেন্টারগুলোর সাথে আতাত % নেয়া বানিজ্য সিন্ডিকেটে ভোগান্তিতে অসহায় গরীব রোগীরা! বরিশালসহ দেশের ০৯ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আবাস! আবহাওয়া অধিদপ্তর! ৪ লক্ষ টাকায় খুন করা হয় সেচ্ছাসেবকলীগ নেতা ফুয়াদকে! পল্লী বিদ্যুৎ গ্রাহক ভোগান্তি।