
অনলাইন নিউজ:দীর্ঘ দিন যাবৎ ঝালকাঠির রাজাপুর উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতির অফিসে একজন বয়স্ক মহিলা দিয়ে বিল জমা রাখায় গ্রাহক ভোগান্তি চরমে!
প্রতি মাসে বিদ্যুৎ বিল দিতে আসা গ্রাহকরা বলেন এই একজন বয়স্ক নারী দিয়ে বিল জমা রাখার দায়িত্ব দিয়ে রেখেছেন যাহার কারণে ধীর গতিতে বিল জমা নিতে দীর্ঘ লাইন জমে গ্রাহক ভোগান্তি হয়,
তার মধ্যে আবার একটু পরপর এদিক সেদিক যাতায়াত করায় আরো রোষানল সৃষ্টি হয় গ্রাহকদের মাঝে তার পরে আবার স্বজনপ্রীতি চলে মোট কথা সব মিলিয়ে রাজাপুর পল্লী বিদ্যুৎ অফিসের বিল দেয়ায় মহা সমস্যার সৃষ্টি হয়!
অচিরেই গ্রাহক ভোগান্তি কমাতে হলে বিল পরিশোধ করার সময় দু চার দিন একটু জনবল বাড়িয়ে দেয়া ও বয়স্ক সংখ্যা লঘু নারীকে অন্যত্র স্থানান্তর করার দাবি করেছেন উপস্থিত বিল দিতে আসা গ্রাহকরা।