
অনলাইন নিউজ:দেশের গ্রামাঞ্চলের মানুষের পল্লী বিদ্যুৎ গ্রাহক সেবায় বিপর্জয়,সাধারণ মানুষ তাদের স্বপ্ন সফলতা পেয়েছে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেলেও ভোগান্তিতে জনমনে তিব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে,একটু সামান্য বর্ষা হলেই বিদ্যুৎ থাকেনা! আর একবার বিদ্যুৎ গেলে কখন আসবে তার কোনো হদিস নেই! আর কোনো রকম প্রাকৃতিক দূর্যোগের আবাস পেলে সপ্তাহের আগে আর বিদ্যুৎ আসেনা!পল্লী
বিদ্যুৎ কতৃপক্ষকে অবহিত করলে সহজেতো মোবাইলে পাওয়া যায়না/ রিসিভ করেনা! রিসিভ করলে ও যে কোনো একটি অজুহাত দিয়ে লাইন কেটে দেয়!
কখন বা কবে লাইনে বিদ্যুৎ আসবে তাও বলেনা!
অনেক এলাকায় শোনা গেছে তাদের চাঁদা কানেকশন করে টাকা দিলে একটু দ্রুত সেবা পাওয়া যায়! নইলে
জনবল কম বা অন্য কোথাও কাজ চলে এবলে অনেক বিলম্বিত হয় সেবা পেতে!
তাছাড়া উপজেলা লেভেল অফিস থানা এসব এলাকায় একটু সেবাগুলো দ্রুত দেয়।
আর ক্ষমতাশীল কেহ গ্রাহক তাদের সেবা দ্রুত পায়!
সাধারণ জনতা চাঁদার ব্যবস্থা না করলে বিদ্যুৎ সেবা পেতে চরমভাবে ভোগান্তির শিকার হয়!
এর থেকে পরিত্রাণ পেতে উর্ধতন সংশ্লিষ্ট কতৃপক্ষের সু দৃষ্টি
কামনা করেন সুশীল সমাজ।