
বরিশাল নগরীতে আনসার ও ভিডিপির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ও গুজবের বিরুদ্ধে সচেতনতা মূলক সভা ও র্যালি।
অদ্য ৭ই আগষ্ট, রবিবার ২০১৯ বেলা ১১ ঘটিকায় বরিশাল নগরীর ১০ নং ওয়ার্ডের উদয়ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ডেঙ্গু প্রতিরোধে ও ছেলে ধরা গুজবের বিরুদ্ধে জনসচেতনতা মূলক আলোচনা সভা ও র্যালির আয়োজন করে উক্ত ওয়ার্ডের আনসার ও ভিডিপির দলনেতা, দলনেত্রী ও অন্যন্য সদস্য/সদস্যাবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা আনসার ও ভিডিপির উপজেলা প্রশিক্ষক এ কে এম ইদ্রিস আলী আকন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার স্যামূয়েল সবুজ বালা, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও অন্যন্য সহকারী শিক্ষক/শিক্ষিকাবৃন্দ। এ সময় বিদ্যালয়ের শিক্ষকগন ছাত্রদের এ ব্যাপারে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।উপজেলা প্রশিক্ষক এম ইদ্রিস আলী তিনি তার বক্তব্যে বলেন, বরিশাল জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট এর নির্দেশনায় তারা প্রতিটি উপজেলার প্রতিটি ইউনিয়নে কমপক্ষে ১০ টি ও সিটি কর্পোরেশন/পৌরসভার ওয়ার্ড পর্যায়ে কমপক্ষে ৫ টি স্থানে এ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এ প্রতিবেদক বরিশাল জেলার জেলা কমান্ড্যান্ট জনাব সৈয়দ ইফতেহার আলী মহোদয়ের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান প্রাথমিক পর্যায়ে অত্র জেলার সকল ইউনিয়নগুলোতে প্রায় ৪৫০ টি ও সিটি কর্পোরেশন/পৌরসভার ওয়ার্ডগুলোতে প্রায় ৩৫০ টি স্থানে এই কার্যক্রম চলমান রয়েছে। দ্বিতীয় পর্যায়ে অত্র জেলার প্রায় ১১৭৫ টি প্লাটুনের প্লাটুনভুক্ত সদস্যদের নিয়ে পরিচ্ছন্মতা কার্যক্রম পরিচালনা করা হবে।
অনুষ্ঠানে বক্তারা দেশে চলমান ছেলেধরা গুজব ও ডেঙ্গু প্রতিরোধে স্কুলের ছাত্র ছাত্রী ও অভিভাবকদের সচেতনতার উপরে আলোচনা করেন এবং সবাইকে সতর্কতা অবলম্বন করতে পরামর্শ দেয়া হয়।