• পরিকল্পনা
  • »
  • সাধারণ নাগরিকের সমস্যা সমাধানে বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র ব্যতিক্রমী উদ্যোগ।

সাধারণ নাগরিকের সমস্যা সমাধানে বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র ব্যতিক্রমী উদ্যোগ।

প্রকাশ : February 23, 2020, 11:50 pm

অনলাইন নিউজঃ অদ্য ২৩ফেব্রুয়ারি২০২০ বিকাল ০৪ টায় এনেক্স ভবনস্থ সম্মেলন কক্ষে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সাধারণ নাগরিকবৃন্দের সাথে সরাসরি সাক্ষাৎ করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্। এসময় আগত নাগরিকবৃন্দের প্রত্যেকের বিভিন্ন ধরনের সমস্যার কথা তিনি মনোযোগ সহকারে শোনেন এবং তাৎক্ষণিকভাবে তা সমাধানের ব্যবস্থা করেন।
পানির লাইনের আবেদনের ক্ষেত্রে জটিলতা, পানির লাইন থাকা সত্ত্বেও পানি না পাওয়া, লাইন না থাকলেও নিয়মিত বিল প্রদান করাসহ বিভিন্ন সমস্যার সমাধান দেন তিনি। নাগরিক সেবা নিতে আসা নগরবাসীদের বিসিসি’র কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিসহ অন্য কোনো মহল দ্বারা যেন কোনো রকমের হয়রানির শিকার হতে না হয় সেজন্য এই উদ্যোগ নেয়া হয়েছে।
বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত চলা এই প্রোগ্রামে বিসিসি’র ৩০ টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলরবৃন্দ এবং উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রতি রোববারসহ সপ্তাহে ২ দিন বিকাল ৪ টায় মেয়র সাধারণ নাগরিকবৃন্দের সাথে তাদের সমস্যা সমাধানের উদ্দেশ্যে বসবেন ও তা সমাধান করবেন।

 



সর্বশেষ সংবাদ
রুপাতলী ২৪নং ওয়ার্ডের আঃ হামিদ খান সড়কের আপন বেকারির ধোঁয়ায় এলাকা বাসী অতিষ্ঠ! বরিশাল সদর উপজেলা আনসার ভিডিপির ভাতা ভোগীদের মধ্যে প্রথম বার ঈদ সামগ্রিক বিতরণ! ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছে পবি প্রবি'র ট্রেজারারের একমাত্র ছেলে খালিদ। বরিশালে জমকালো আয়োজনে পালন করা হয়েছে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী। রাজাপুর উপজেলা সেটেলমেন্ট অফিস কতৃক সাধারণ মানুষের ভোগান্তি চরমে! বরিশাল সদর উপজেলায় আনসার ভিডিপির নবাগত কর্মকর্তা রাবেয়া সুলতানা নাজমাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সম্ভাবনা দিয়েছেন ওয়ার্ড ও ইউনিয়ন দলনেতা দলনেত্রী ইউনিয়ন আনসার কমান্ডারগণ। রাজাপুর পল্লী বিদ্যুৎ সমিতির অফিসে বিল দেয়ায় গ্রাহক ভোগান্তি চরমে! বরিশাল শেবাচিম বহিঃ বিভাগের চিকিৎসকদের ডায়াগনস্টিক সেন্টারগুলোর সাথে আতাত % নেয়া বানিজ্য সিন্ডিকেটে ভোগান্তিতে অসহায় গরীব রোগীরা! বরিশালসহ দেশের ০৯ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আবাস! আবহাওয়া অধিদপ্তর! ৪ লক্ষ টাকায় খুন করা হয় সেচ্ছাসেবকলীগ নেতা ফুয়াদকে!