• পরিকল্পনা
  • »
  • বিসিসির ত্রাণ তহবিল গঠনঃ মেয়র দিলেন সন্মানির সাড়ে ৩৫ লাখ টাকা!

বিসিসির ত্রাণ তহবিল গঠনঃ মেয়র দিলেন সন্মানির সাড়ে ৩৫ লাখ টাকা!

প্রকাশ : April 6, 2020, 3:14 pm

অনলাইন নিউজঃ করোনা ভাইরাস পরিস্থিতিতে বরিশাল নগরীর অসহায় মানুষদের সাহায্য সহযোগিতার জন্য এবার বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এান তহবিল গঠন করা হয়েছে। বরিশাল সিটি কর্পোরেশন ত্রান তহবিল নামে গঠিত ওই ত্রান তহবিলে মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ তার সন্মানি সহ কর্পোরেশন থেকে প্রাপ্য সমূদয় অর্থের পুরোটাই অর্থাৎ ৩৫ লাখ ৫৪ হাজার টাকা প্রদান করেছেন। এবং এই তহবিলে বরিশাল নগরীসহ সমাজের বিত্তবান মানুষদের সহায়তা প্রদানের আহবান জানিয়েছেন। বিসিসি সূত্রে জানা গেছে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ২০১৮ সালের ২৩ অক্টোবর বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহন করেন। এরপর তিনি কয়েকটি দূর্যোগ মোকাবেলায় নগরবাসীর পাশে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করেন। এবছর বিশ্বের অন্যান্য স্থানের মতো বাংলাদেশও করোনা নামক একটি ভয়ানক ভাইরাসে আক্রান্ত হয়। করোনা মোকাবেলায় সরকার নানা পদক্ষেপ গ্রহন করে। দেশে দীর্ঘ সময়ের জন্য সাধারণ ছুটি ঘোষনা করা হয়। এর ফলে দেশের অন্যান্য স্থানের ন্যায় বরিশাল নগরীর অগনিত মানুষ কর্মহীন হয়ে পড়ে। এসকল অসহায় মানুষদের জন্য খাদ্য সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহন করেন মেয়র সাদিক আবদুল্লাহ। তার সরাসরি তত্ত্বাবধানে নগরীর বিভিন্ন কলোনীসহ ওয়ার্ডসমূহে খাদ্য সামগ্রী বিতরন করা হচ্ছে। গতকাল সোমবার মেয়রের নির্দেশে নগরীর অসহায় মানুষদের সাহাযার্থে গঠন করা হয় বরিশাল সিটি কর্পোরেশন ত্রান তহবিল। যার হিসাব নম্বর STD-0100212748191, জনতা ব্যাংক কর্পোরেট শাখা বরিশাল এ তহবিল গঠনের সাথে সাথেই মেয়র নিজে তার দায়িত্ব গ্রহনের পর থেকে এবছরের মার্চ মাস পর্যন্ত তার সন্মানি জ্বালানী তৈলের বিল ও অন্যান্য ভাতাদি থেকে প্রাপ্য ৩৫ লাখ ৫৪ হাজার টাকা প্রদান করেন। মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর মতে তিনি বেতন ভাতাদির সুবিধা নিতে মেয়রের দায়িত্ব গ্রহন করেননি। নিজেকে সবসময় নগরবাসীর সেবক মনে করেন বলেই দূর্যোগকালীন এই সময়ে নগরবাসীর জন্য কিছু করার চেষ্টার অংশ হিসেবেই ত্রান তহবিল গঠন করা হলো। এবং কর্পোরেশন থেকে এপর্যন্ত তাকে যতোটুকু আর্থিক সুবিধা প্রদান করা হয়েছে তার পুরোটাই তিনি ত্রান তহবিলে প্রদান করেছেন। কর্পোরেশন থেকে এ পর্যন্ত প্রাপ্ত তার সকল অর্থ প্রদান করে তিনি একাজে এগিয়ে আসার জন্য সকল বিত্তবানদের প্রতি আহবান জানিয়েছেন। মেয়র মনে করেন সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় করোনার মতো এ দূর্যোগ মোকাবেলা করা সম্ভব হবে। উল্লেখ্য মেয়র সাদিক আবদুল্লাহর সরাসরি তত্বাবধানে নগরীর বিভিন্ন কলোনীর নিম্ন আয়ের মানুষগুলোর ঘরে ঘরে গিয়ে ত্রাণসামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। এতে রয়েছে চাল, ডাল আলু ও সাবান। দেশের এই সংকটময় মূহুর্তে
নিম্নআয়ের মানুষেরা এ সহায়তা পেয়ে স্বস্তি প্রকাশ করছেন এবং বরিশাল সিটি কর্পোরেশনের নেয়া এ উদ্যোগের জন্য মেয়রসহ অন্যান্যদের ধন্যবাদ জানাচ্ছেন। এদিকে
সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন অসহায় পরিবারের মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে সম্ভব সবধরণের সহযোগিতার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়া হবে। জনসাধারণের নিরাপদে ঘরে থাকা নিশ্চিত করতে খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নগরজুড়ে এ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

 



সর্বশেষ সংবাদ
রুপাতলী ২৪নং ওয়ার্ডের আঃ হামিদ খান সড়কের আপন বেকারির ধোঁয়ায় এলাকা বাসী অতিষ্ঠ! বরিশাল সদর উপজেলা আনসার ভিডিপির ভাতা ভোগীদের মধ্যে প্রথম বার ঈদ সামগ্রিক বিতরণ! ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছে পবি প্রবি'র ট্রেজারারের একমাত্র ছেলে খালিদ। বরিশালে জমকালো আয়োজনে পালন করা হয়েছে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী। রাজাপুর উপজেলা সেটেলমেন্ট অফিস কতৃক সাধারণ মানুষের ভোগান্তি চরমে! বরিশাল সদর উপজেলায় আনসার ভিডিপির নবাগত কর্মকর্তা রাবেয়া সুলতানা নাজমাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সম্ভাবনা দিয়েছেন ওয়ার্ড ও ইউনিয়ন দলনেতা দলনেত্রী ইউনিয়ন আনসার কমান্ডারগণ। রাজাপুর পল্লী বিদ্যুৎ সমিতির অফিসে বিল দেয়ায় গ্রাহক ভোগান্তি চরমে! বরিশাল শেবাচিম বহিঃ বিভাগের চিকিৎসকদের ডায়াগনস্টিক সেন্টারগুলোর সাথে আতাত % নেয়া বানিজ্য সিন্ডিকেটে ভোগান্তিতে অসহায় গরীব রোগীরা! বরিশালসহ দেশের ০৯ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আবাস! আবহাওয়া অধিদপ্তর! ৪ লক্ষ টাকায় খুন করা হয় সেচ্ছাসেবকলীগ নেতা ফুয়াদকে!