
রাজাপুর প্রতিনিধি : ৯ম জাতীয় সংসদ নির্বাচনের ঝালকাঠি-১ আসনের বি এন পি মনোনীত প্রার্থী, ঝালকাঠি জেলা বি এন পি’র আহবায়ক কমিটির অন্যতম সদস্য, কর্মী বান্ধব নেতা মোঃ রফিকুল ইসলাম, জামাল ও রাজাপুর বড়ইয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী ডাক্তার বাড়ির আ: আজিজ মিয়ার সহধর্মিণী শেফালি আজিজ(৭৫) আজ ৩১ মে সকাল ৮টা১৫ মিনিটের সময় ঢাকার শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমার জানাজা নামাজ আজ বুধবার আসর নামাজবাদ রাজাপুর বড়ইয়ায় গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।মরহুমার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে ঝালকাঠি জেলা যুবদলের আহবায়ক শামীম তালুকদার, সদস্য সচিব আনিচ খান, রাজাপুর উপজেলা যুবদলের পারভেজ হোসেন, জাকির মোল্লা, সৈয়দ নাজমুল হক, সহ কেন্দ্র, বিভাগ, জেলা, উপজেলার নেতাকর্মী, বিভিন্ন ব্যক্তি, সংগঠন, প্রতিষ্ঠান শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।