
ঝালকাঠি রাজাপুর প্রতিনিধিঃ-
ঝালকাঠি জেলাধীন রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়ন পরিষদ মাঠে ২৬ আগস্ট ২০২৩ বিকাল ০৩ ঘটিকায় ক্যানাডিয়ান অর্থায়নে বেসরকারী সংস্থা আর, ডি, এফ কর্তৃক বাস্তবায়িত ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় বাংলাদেশে বাল্য বিবাহ প্রতিরোধ প্রকল্প কর্তৃক আয়োজিত, এক বাল্যবিয়ে প্রতিরোধ সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়ইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ সাহাব উদ্দিন হাওলাদার সুরু মিয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়ইয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী ইউপি সদস্য মোসাঃ ছালমা বেগম। আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশে বাল্য বিবাহ প্রতিরোধ প্রকল্পের
রাজাপুর উপজেলা কোর্ডিনেটর প্রকাশ বিশ্বাস, টেকনিক্যাল কোর্ডিনেটর মোফাজ্জল হোসেন, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আঃ রাজ্জাক শামীম, বড়ইয়া ইউনিয়ন কোর্ডিনেটর মেহেদী হাসান, ফিল্ড ফেসিলেটর নাসরীন আক্তার, উপজেলার ০৬ ইউনিয়নের কোর্ডিনেটর ও ফেসিলেটরগনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার প্রায় ০৩ শতাধিক নারী পুরুষ ও যুব সমাজ উপস্থিত ছিলো অনুষ্ঠানে।
অনুষ্ঠানে খুলনা থেকে আগাত পেশাদার শিল্পীরা ও স্থানীয় কন্ঠশিল্পী বাউল ছালমা ও মুসা খান বাল্য বিবাহ নিরসনের উপর বিভিন্ন ধরনের সংগীত পরিবেশন করেন।