• উপজেলা
  • »
  • ঝালকাঠির রাজাপুর বড়ইয়ায় বাল্যবিয়ে প্রতিরোধ প্রকল্পের আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

ঝালকাঠির রাজাপুর বড়ইয়ায় বাল্যবিয়ে প্রতিরোধ প্রকল্পের আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রকাশ : August 26, 2023, 11:40 pm

ঝালকাঠি রাজাপুর প্রতিনিধিঃ-

ঝালকাঠি জেলাধীন রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়ন পরিষদ মাঠে ২৬ আগস্ট ২০২৩ বিকাল ০৩ ঘটিকায় ক্যানাডিয়ান অর্থায়নে বেসরকারী সংস্থা আর, ডি, এফ কর্তৃক বাস্তবায়িত ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় বাংলাদেশে বাল্য বিবাহ প্রতিরোধ প্রকল্প কর্তৃক আয়োজিত, এক বাল্যবিয়ে প্রতিরোধ সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়ইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ সাহাব উদ্দিন হাওলাদার সুরু মিয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়ইয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী ইউপি সদস্য মোসাঃ ছালমা বেগম। আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশে বাল্য বিবাহ প্রতিরোধ প্রকল্পের
রাজাপুর উপজেলা কোর্ডিনেটর প্রকাশ বিশ্বাস, টেকনিক্যাল কোর্ডিনেটর মোফাজ্জল হোসেন, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আঃ রাজ্জাক শামীম, বড়ইয়া ইউনিয়ন কোর্ডিনেটর মেহেদী হাসান, ফিল্ড ফেসিলেটর নাসরীন আক্তার, উপজেলার ০৬ ইউনিয়নের কোর্ডিনেটর ও ফেসিলেটরগনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার প্রায় ০৩ শতাধিক নারী পুরুষ ও যুব সমাজ উপস্থিত ছিলো অনুষ্ঠানে।
অনুষ্ঠানে খুলনা থেকে আগাত পেশাদার শিল্পীরা ও স্থানীয় কন্ঠশিল্পী বাউল ছালমা ও মুসা খান বাল্য বিবাহ নিরসনের উপর বিভিন্ন ধরনের সংগীত পরিবেশন করেন।

 



সর্বশেষ সংবাদ
বরিশাল সদর উপজেলা আনসার ভিডিপির ভাতা ভোগীদের মধ্যে প্রথম বার ঈদ সামগ্রিক বিতরণ! ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছে পবি প্রবি'র ট্রেজারারের একমাত্র ছেলে খালিদ। বরিশালে জমকালো আয়োজনে পালন করা হয়েছে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী। রাজাপুর উপজেলা সেটেলমেন্ট অফিস কতৃক সাধারণ মানুষের ভোগান্তি চরমে! বরিশাল সদর উপজেলায় আনসার ভিডিপির নবাগত কর্মকর্তা রাবেয়া সুলতানা নাজমাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সম্ভাবনা দিয়েছেন ওয়ার্ড ও ইউনিয়ন দলনেতা দলনেত্রী ইউনিয়ন আনসার কমান্ডারগণ। রাজাপুর পল্লী বিদ্যুৎ সমিতির অফিসে বিল দেয়ায় গ্রাহক ভোগান্তি চরমে! বরিশাল শেবাচিম বহিঃ বিভাগের চিকিৎসকদের ডায়াগনস্টিক সেন্টারগুলোর সাথে আতাত % নেয়া বানিজ্য সিন্ডিকেটে ভোগান্তিতে অসহায় গরীব রোগীরা! বরিশালসহ দেশের ০৯ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আবাস! আবহাওয়া অধিদপ্তর! ৪ লক্ষ টাকায় খুন করা হয় সেচ্ছাসেবকলীগ নেতা ফুয়াদকে! পল্লী বিদ্যুৎ গ্রাহক ভোগান্তি।