
গতকাল ৩০ জুুলাই মঙ্গলবার বরিশাল আনসার ভিডিপির সদর উপজেলার ইউনিয়ন এবং ওয়ার্ড দলনেতা দলনেত্রীদের মাসিক সভা অনুুষ্ঠিত হয়
জেলা অফিসের এস এম ব্যারাকের ২য় তলায়
সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন নবাগত জেলা কমান্ড্যান্ট জনাব সৈয়দ ইফতেহার আলী
সভাপতিত্ব করেন উপজেলা প্রশিক্ষিকা আয়শা সুলতানা
এবং ১০টি ইউনিয় ও ৩০ টি ওয়ার্ড দলনেতা দলনত্রীরা
প্রধানঅতিথি বলেন আজ থেকে আপনারা প্রতি ইউনিয়নওওয়ার্ড গুলোকে চারটি (৪)টি গ্রামের মূল কেন্দ্রে অবস্থান করে জনগণকে ঐক্যবদ্ধ করে
ছেলে ধরা গুজববিরোধী ও ডেঙ্গুপ্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করতে হবে
আমরা প্রতিটি মানুষের মাঝে সচেতনতার শ্লোগান পৌঁছে দেওয়া হলো আমাদের কর্তৃপক্ষ্যের নির্দেশনা
আমরা আন্তরিক ভাবে কাজ করে যাবো দেশের জন্য সর্বদা।
তিনি আরো বলেন আমাদের বাহিনীর সব চেয়ে বেশি জনবল আপনারা মাঠ পর্যায়ে সদস্য তৈরি করেন দলনেতা দলনেত্রীরা আপনারা বেশি করে কাজের মান আরো ভালো করেন সরকার আপনাদেরকে আরো নানান সুযোগ সুভিদা দিতে পারে আশা করা যায় তবে আগের চেয়ে কাজ বেশি করতে হবে নিজ নিজ ইউনিয়ন ও ওয়ার্ডগুলোতে
যেনো আমরাই একমাত্র দেশে সেচ্ছাসেবী বাহিনী সেটা মনে করেই আন্তরিকতার সাথে সর্বদাই কাজ করতে হবে ।