• দেশজুড়ে
  • »
  • বরিশাল সিটির ‘২৪ নং ওয়ার্ডের আনসার ভিডিপির টিডিপি দলনেতা -দলনেত্রী কতৃক গুজববিরোধী ও ডেঙ্গুপ্রতিরোধে জনসচেতনতার সভা সমাবেশ র‍্যালি শ্লোগানকে অব্যাহত রেখেছেন

বরিশাল সিটির ‘২৪ নং ওয়ার্ডের আনসার ভিডিপির টিডিপি দলনেতা -দলনেত্রী কতৃক গুজববিরোধী ও ডেঙ্গুপ্রতিরোধে জনসচেতনতার সভা সমাবেশ র‍্যালি শ্লোগানকে অব্যাহত রেখেছেন

প্রকাশ : August 3, 2019, 3:40 pm

অনলাইন নিউজঃ অদ্য ( ৩)আগষ্ট শনিবার  দুপুর ১২ঃ৪৫ মিনিটের সময় বরিশাল সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ডের পূর্ব রুপালী খেয়াঘাট সংলগ্ন আবেদুননেছা  বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে দেশে চলমান সমস্যা সমাধানের লক্ষেে   ছেলেধরা গুজববিরোধী ও ডেঙ্গু প্রতিরোধে করনীয় বিষয়ে সচেতনতার মুলক আলোচনা সভা করে  পরবর্তীতে স্কুলের সামনের সড়কে র‍্যালি বের করে শ্লোগান দেয়া হয় ২৪ নং ওয়ার্ড দলনেতা মোঃ রফিকুল ইসলাম, মোশারেফ নেতৃত্বে

এবং  তার সহকর্মী  অত্র ওয়ার্ডের দলনেত্রী মরিয়ম আক্তার একসাথে কাজ করেছেন

সে সময় আরো

উপস্থিত  ছিলেন স্কুলটি প্রধান শিক্ষক মোঃ মামুন হাওলাদার সহ সকল শিক্ষিকাগন
দলনেতা রফিকুলকে সহোযোগিতা করছে  ১৭ নং ওয়ার্ডের দলনেতা আমিনুল   এবং ২৪ নং ওয়ার্ডের বাসিন্দা  মোকলেছুর রহমান প্রমুখ
কার্যক্রম পরিচালনা করা হয়
জেলা কমান্ড্যান্ট বরিশাল এর পরিকল্পনায়

দলনেতা রফিকুল ও দলনেত্রী মরিয়ম কার্যক্রম সমাপ্তির পরে বাড়িতে ফেরার পথে   সাগরদী মসজিদের সামনে থেকে সাগরদী মাদ্রাসার সামনের রাইচ মিলের মোস্তফা নামক তাদের পরিচিত এক ব্যাক্তি  ডাক দেন  এবং শিপ্রা নামক আরেক পরিচিতাকে তাদের   হাতে তুলো দিয়ে বলে উনাকে বাসায় একটু দিয়ে আসতে পারলে ভালো হয়ে

তখন দলনেতা রফিকুল ও দলনেত্রী মরিয়ম কারণ জানতে চাইলে

রাইচ মিলের  মোস্তফা মিয়া বলে শিপ্রাকে  নাকি গুন্ডায় নিয়া যেতে চাচ্ছিলো তখনই দলনেতা রফিকুল গুন্ডা খুজতে  এদিক সেদিক করে   কোথায় গুন্ডা খুজে  পায়নি সম্ভবতঃ তাদের ইউনিফর্ম পরিহিত  দেখে কেটে পরতে পারে
অবশেষে  শিপ্রাকে  বাসায় তার স্বামী শুভর কাছে পৌঁছে  দিয়ে আসে দলনেতা   রফিকুল ও দলনেত্রী মরিয়ম

এছাড়াও  রফিকুল ও মরিয়ম   প্রত্যয় ব্যক্ত করেছে যে  পূর্ব  থেকেই পুরোদমে কার্যক্রম পরিচালনা করে আসছে   তাহারা নিজ ওয়ার্ড ছাড়াও নানান স্থানে তাদের নিজস্ব কর্মস্থানেও তারা থেমে নেই আর যতদিন বাঁচবে দেশ সেবায় নিজেদেরকে সর্বদা প্রস্তুত  নিয়োজিত রাখবে।     শান্তি, শৃঙ্খলা, উন্নয়,, নিরাাপত্তা, সর্বত্রই আমরা এই

 



সর্বশেষ সংবাদ
বরিশাল সদর উপজেলা আনসার ভিডিপির ভাতা ভোগীদের মধ্যে প্রথম বার ঈদ সামগ্রিক বিতরণ! ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছে পবি প্রবি'র ট্রেজারারের একমাত্র ছেলে খালিদ। বরিশালে জমকালো আয়োজনে পালন করা হয়েছে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী। রাজাপুর উপজেলা সেটেলমেন্ট অফিস কতৃক সাধারণ মানুষের ভোগান্তি চরমে! বরিশাল সদর উপজেলায় আনসার ভিডিপির নবাগত কর্মকর্তা রাবেয়া সুলতানা নাজমাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সম্ভাবনা দিয়েছেন ওয়ার্ড ও ইউনিয়ন দলনেতা দলনেত্রী ইউনিয়ন আনসার কমান্ডারগণ। রাজাপুর পল্লী বিদ্যুৎ সমিতির অফিসে বিল দেয়ায় গ্রাহক ভোগান্তি চরমে! বরিশাল শেবাচিম বহিঃ বিভাগের চিকিৎসকদের ডায়াগনস্টিক সেন্টারগুলোর সাথে আতাত % নেয়া বানিজ্য সিন্ডিকেটে ভোগান্তিতে অসহায় গরীব রোগীরা! বরিশালসহ দেশের ০৯ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আবাস! আবহাওয়া অধিদপ্তর! ৪ লক্ষ টাকায় খুন করা হয় সেচ্ছাসেবকলীগ নেতা ফুয়াদকে! পল্লী বিদ্যুৎ গ্রাহক ভোগান্তি।