
অনলাইন নিউজঃ জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশে স্থায়ী মিশন আয়োজিত জাতিয় শোক দিবসের অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে ফ্রেন্ড অব দ্যা ওয়ার্ল্ড বা বিশ্ব বন্ধু হিসেবে আখ্যা দিয়েছেন বক্তারা। বৃহস্পতিবার সংস্থাটির সদর দপ্তরে প্রথম বারের মতো জাতিয় শোক দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৬ টায় জাতিসংঘের কনফারেন্স রুম-৪( চার ) এ আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন জাতিসংঘের সদস্য দেশের স্থায়ী প্রতিনিধি, কূটনীতিক, জাতিসংঘের কর্মকর্তা, নিউইয়র্কস্থ যুক্তরাষ্ট্রের মূল ধারার মানবাধিকার কর্মী, লেখক, চলচিত্র শিল্পী,টিভি উপস্থাপক, ফটোগ্রাফা, এবং প্রকৌশলীসহ বিভিন্ন পেশার বিশিষ্টজনেরা
এ-র আগে সকাল ৯ টায় স্থায়ী মিশনে জাতীয় পতাকা অর্ধ নমিত রাখার মাধ্যমে জাতির পিতার ৪৪ তম শাহাদাতবার্ষিকী এবং জাতিয় শোক পালনের কর্মসূচি শুরু করা হয়ে। এ সময় ১৫ আগস্টের শহীদদের উদ্দেশে মিশনের সব কর্মকর্তা -কর্মচারী ১ মিনিট নীরবতা পালন করেন। জাতিয় শোক দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানম, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতি মন্ত্রীর বানী পাঠ এবং ১৫ আগস্টের শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়ার মাধ্যমে সকালের সংক্ষিপ্ত কর্মসূচি শেষ হয়ে। বিকেলে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত শোক মূল অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। এ সময় দেশি বিদেশি অতিথিরা জাতির পিতার স্মৃতির প্রতি সন্মান জানিয়ে ১ মিনিট নীরাবতা পালন করেন। আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেন ভারত, সার্বিয়া ও কিউবার স্থায়ী প্রতিনিধি এবং ফিলিস্তিনের স্থায়ী পর্যবেক্ষক। প্রবাসী বাঙালী সম্প্রদায়ের পক্ষে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড.সিদ্দিকুর রহমান। সাংস্কৃতিক পর্বে বঙ্গবন্ধুকে কবিতা গান পরিবেশন করা হয়ে।