• আন্তর্জাতিক
  • »
  • এবার বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলা

এবার বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলা

প্রকাশ : January 5, 2020, 1:08 pm

এবার বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলা
হামলার শঙ্কায় মার্কিনিদের দ্রুত ইরাক ও ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।
ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাস ও একটি বিমান ঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা হয়েছে। এ ঘটনায় পাঁচজন আহত হলেও কেউ নিহত হয়নি বলে জানিয়েছে ইরাকের সেনাবাহিনী।

স্থানীয় সময় শনিবার বিকেলে বাগদাদের নিরাপত্তা বেষ্টিত কূটনৈতিক অঞ্চলে মার্কিন দূতাবাসের কাছে বেশ কয়েকটি রকেট হামলা চালানো হয়। এছাড়া সন্ধ্যায় আল-বালাদ বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়। হামলা কারা চালিয়েছে সেসম্পর্কে কিছু জানা যায় নি। তবে ঘটনার পরপরই ড্রোনের মাধ্যমে পুরো এলাকা পর্যবেক্ষণ করেছে মার্কিন সেনারা।

এদিকে, মার্কিন হামলায় নিহত ইরানি মেজর জেনারেল কাসেম সোলেইমানিকে মঙ্গলবার দাফন করা হবে। রবিবার তেহরান বিশ্ববিদ্যালয়ে তাঁর জানাজা পড়াবেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খোমেনি।

এদিকে, হামলার শঙ্কায় মার্কিনিদের দ্রুত ইরাক ও ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।

 



সর্বশেষ সংবাদ
বরিশাল সদর উপজেলা আনসার ভিডিপির ভাতা ভোগীদের মধ্যে প্রথম বার ঈদ সামগ্রিক বিতরণ! ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছে পবি প্রবি'র ট্রেজারারের একমাত্র ছেলে খালিদ। বরিশালে জমকালো আয়োজনে পালন করা হয়েছে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী। রাজাপুর উপজেলা সেটেলমেন্ট অফিস কতৃক সাধারণ মানুষের ভোগান্তি চরমে! বরিশাল সদর উপজেলায় আনসার ভিডিপির নবাগত কর্মকর্তা রাবেয়া সুলতানা নাজমাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সম্ভাবনা দিয়েছেন ওয়ার্ড ও ইউনিয়ন দলনেতা দলনেত্রী ইউনিয়ন আনসার কমান্ডারগণ। রাজাপুর পল্লী বিদ্যুৎ সমিতির অফিসে বিল দেয়ায় গ্রাহক ভোগান্তি চরমে! বরিশাল শেবাচিম বহিঃ বিভাগের চিকিৎসকদের ডায়াগনস্টিক সেন্টারগুলোর সাথে আতাত % নেয়া বানিজ্য সিন্ডিকেটে ভোগান্তিতে অসহায় গরীব রোগীরা! বরিশালসহ দেশের ০৯ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আবাস! আবহাওয়া অধিদপ্তর! ৪ লক্ষ টাকায় খুন করা হয় সেচ্ছাসেবকলীগ নেতা ফুয়াদকে! পল্লী বিদ্যুৎ গ্রাহক ভোগান্তি।