
এবার বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলা
হামলার শঙ্কায় মার্কিনিদের দ্রুত ইরাক ও ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।
ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাস ও একটি বিমান ঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা হয়েছে। এ ঘটনায় পাঁচজন আহত হলেও কেউ নিহত হয়নি বলে জানিয়েছে ইরাকের সেনাবাহিনী।
স্থানীয় সময় শনিবার বিকেলে বাগদাদের নিরাপত্তা বেষ্টিত কূটনৈতিক অঞ্চলে মার্কিন দূতাবাসের কাছে বেশ কয়েকটি রকেট হামলা চালানো হয়। এছাড়া সন্ধ্যায় আল-বালাদ বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়। হামলা কারা চালিয়েছে সেসম্পর্কে কিছু জানা যায় নি। তবে ঘটনার পরপরই ড্রোনের মাধ্যমে পুরো এলাকা পর্যবেক্ষণ করেছে মার্কিন সেনারা।
এদিকে, মার্কিন হামলায় নিহত ইরানি মেজর জেনারেল কাসেম সোলেইমানিকে মঙ্গলবার দাফন করা হবে। রবিবার তেহরান বিশ্ববিদ্যালয়ে তাঁর জানাজা পড়াবেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খোমেনি।
এদিকে, হামলার শঙ্কায় মার্কিনিদের দ্রুত ইরাক ও ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।