• অর্থনীতি
  • »
  • প্রধানমন্ত্রীর কারনে দেশ আজ উন্নত-মেয়র সাদিক আবদুল্লাহ

প্রধানমন্ত্রীর কারনে দেশ আজ উন্নত-মেয়র সাদিক আবদুল্লাহ

প্রকাশ : November 14, 2019, 1:39 pm

ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশ‌নের মেয়র সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহ ব‌লেছেন, পৃ‌থিবী‌তে য‌তো দেশে আজ উন্নত হ‌য়ে‌ছে, তা‌দের দে‌শের মানুষ কর ঠিকভা‌বে প‌রিশোধ ক‌রে‌ছেন। কেউ স্ব ইচ্ছায় করুক আর সম্পদ ঠিক রাখ‌তে আইনের প্রতি শ্রদ্ধা রেখে করুক, এই ক‌রের টাকায় দে‌শের উন্নয়ন হয় এটা পরীক্ষীত। আজ প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার নেতৃত্বে দেশকে এ‌গি‌য়ে ‌নি‌য়ে যাওয়া হ‌চ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার‌নে আত্ম‌নির্ভরশীল হ‌য়ে আজ আমরা বি‌শ্বে মাথা উচু ক‌রে দাঁড়া‌তে পা‌রছি।

ব‌রিশাল কর অঞ্চ‌লের আ‌য়োজ‌নে (১৪ ন‌ভেম্বর) সকাল ১০ টায় নগ‌রীর ক্লাব রোডস্থ ব‌রিশাল ক্লা‌বে আয়কর মেলা ২০১৯ এর উ‌দ্বোধনী অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে তি‌নি এ কথা ব‌লেন।

‌মেয়র সা‌দিক ব‌লেন, আমরা যে যার নিজ নিজ জায়গা থে‌কে য‌দি স‌ঠিক ভা‌বে দা‌য়িত্ব পালন ক‌রি, তাহ‌লে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়‌তে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ও ডি‌জিটাল বাংলা‌দে‌শের আ‌র্কি‌টেক্ট স‌জিব ওয়া‌জেদ জ‌য়ের যে চিন্তাভাবনা, পরিকল্পনা ও প্র‌চেষ্টা তা সফল হ‌বে।

ব‌রিশাল অঞ্চ‌লের কর ক‌মিশনার মোঃ খাইরুল ইসলামের সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠা‌নে বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন ব‌রিশাল মে‌ট্রোপ‌লিটন পু‌লিশের ক‌মিশনার মোঃ শাহাবু‌দ্দিন খান-‌বি‌পিএম বার, ব‌রিশাল ‌চেম্বার অব কমা‌র্স অ্যান্ড ইন্ড‌া‌ষ্ট্রিজ এর সভাপ‌তি ও সদর উপ‌জেলার চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু।

‌বি‌শেষ অ‌তি‌থির বক্ত‌ব্যে ব‌রিশাল মে‌ট্রোপ‌লিটন পু‌লিশের ক‌মিশনার মোঃ শাহাবু‌দ্দিন খান ব‌লেন, আমরা উন্নয়‌নের মহাসড়‌কে র‌য়ে‌ছি, আমরা উন্নত বাংলা‌দেশ চাই। আ‌গে আমা‌দের অভ্যন্তরীন সম্পদ আ‌হোরণ হ‌তো না, ফ‌লে বিশ্ব‌ব্যাংকসহ বি‌ভিন্ন সংস্থার ওপর নির্ভরশ‌ীল থাক‌তে হ‌তো। কিন্তু স‌রকার অভ্যন্তরীন সম্পদ আ‌নোহ‌নের মধ্য দি‌য়ে দেশ‌কে এ‌গি‌য়ে নি‌য়ে যা‌চ্ছে। আর এখন আমরাও আত্ম‌নির্ভরশীল হ‌য়ে বা‌হি‌রের সাহায্যর দি‌কে তাকা‌তে হয় না।

অনুষ্ঠা‌নে স্বাগত বক্তব্য রা‌খেন ব‌রিশাল অঞ্চ‌লের অ‌তি‌রিক্ত কর ক‌মিশনার মোঃ আবুল বাসার আকন।

উপ‌স্থিত ছি‌লেন ব‌রিশাল অঞ্চ‌লের যুগ্ম কর ক‌মিশনার মোঃ‌ লুৎফর রহমান, উপ কর ক‌মিশনার আনন্দ কুমার সাহা, সহকারী কর ক‌মিশনার এস এম গাউস ই নাজ, মোঃ মনজুর রহমান প্রমুখ।

বিভাগীয় পর্যা‌য়ের এ মেলা আজ ১৪ নভেম্বর থে‌কে শুরু হ‌য়ে চল‌বে আগামী ২০ ন‌ভেম্বর পর্যন্ত। ব‌রিশাল ক্লা‌বে বিভাগীয় পর্যা‌য়ের এ মেলা প্র‌তি‌দিন সকাল সা‌ড়ে ৯ টা থে‌কে বি‌কেল ৫ টা পর্যন্ত চল‌বে। মেলায় কর প্রদানকারী‌দের জন্য ১৭ টি বুথের ব্যবস্থা রাখা হ‌য়ে‌ছে। যেখান থে‌কে নাগ‌রিকরা যে‌কোন ধরনের সেবা পা‌চ্ছেন।

 



সর্বশেষ সংবাদ
বরিশাল সদর উপজেলা আনসার ভিডিপির ভাতা ভোগীদের মধ্যে প্রথম বার ঈদ সামগ্রিক বিতরণ! ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছে পবি প্রবি'র ট্রেজারারের একমাত্র ছেলে খালিদ। বরিশালে জমকালো আয়োজনে পালন করা হয়েছে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী। রাজাপুর উপজেলা সেটেলমেন্ট অফিস কতৃক সাধারণ মানুষের ভোগান্তি চরমে! বরিশাল সদর উপজেলায় আনসার ভিডিপির নবাগত কর্মকর্তা রাবেয়া সুলতানা নাজমাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সম্ভাবনা দিয়েছেন ওয়ার্ড ও ইউনিয়ন দলনেতা দলনেত্রী ইউনিয়ন আনসার কমান্ডারগণ। রাজাপুর পল্লী বিদ্যুৎ সমিতির অফিসে বিল দেয়ায় গ্রাহক ভোগান্তি চরমে! বরিশাল শেবাচিম বহিঃ বিভাগের চিকিৎসকদের ডায়াগনস্টিক সেন্টারগুলোর সাথে আতাত % নেয়া বানিজ্য সিন্ডিকেটে ভোগান্তিতে অসহায় গরীব রোগীরা! বরিশালসহ দেশের ০৯ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আবাস! আবহাওয়া অধিদপ্তর! ৪ লক্ষ টাকায় খুন করা হয় সেচ্ছাসেবকলীগ নেতা ফুয়াদকে! পল্লী বিদ্যুৎ গ্রাহক ভোগান্তি।