
অনলাইন নিউজঃ সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বরিশাল মহা নগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষনা করা হয়েছে। অনেকটা চমক সৃষ্টি করে বর্তমান বর্তমান কমিটির সাধারণ সম্পাদক একে এম জাহাঙ্গীর হোসেনকে সভাপতি ও কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক এবং সিটি মেয়র সেরনিয়াবাত সাদিকআবদুল্লাহ’কে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। গতকাল রোববার বরিশাল মহা নগর আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে বিকেল ৪ টার দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের -এমপি তিন বছরের জন্য মহানগরের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে তাদের নাম ঘোষনা করেন। একই সাথে বর্তমান কমিটির সভাপতি এ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলালকে জাতীয় পরিষদের সদস্য হিসেবে ঘোষণা করেন।