
অনলাইন নিউজ : কুষ্টিয়ার ভেড়ামারায় কাপড় শুকাতে ছাদে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোতালেব হোসেন (৫৭) নামের এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ পুলিশ ক্যাম্পের ছাদে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোতালেব হোসেন জুনিয়াদহ পুলিশ ক্যাম্পের আনসার নায়েক হিসাবে কর্মরত ছিলেন। তার বাড়ি বরগুনা জেলায়।
জুনিয়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহেদ আহম্মেদ শওকত জানান, জুনিয়াদহ পুলিশ ক্যাম্পের স্থায়ী ভবন না থাকার কারণে পুলিশ ক্যাম্পটি ইউনিয়ন পরিষদের ভবন ব্যবহার করে আসছে। দুপুরে ওই আনসার সদস্য গোসল শেষ করে ছাদে পোশাক শুকাতে দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।