
অনলাইন নিউজঃ ঝালকাঠির রাজাপুর রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন ২০২০ অনুষ্ঠিত হয়েছে।সকল পদে প্রতিদন্দি না থাকায় মো.মঈনুল হক লিপুকে সভাপতি (দৈনিক দেশ রুপান্তর) ও মো.অহিদ সাইফুলকে (দৈনিক স্বদেশ প্রতিদিন) সাধারণ সম্পাদক করে ০৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নির্বাচন কমিশনার রাজাপুর সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম বারী খান নির্বাচনী ফলাফনল ঘোষনা করেনএসময় রাজাপুর সরকারী কলেজের প্রভাষক শামসুল আলম বাবুল ও মালেক কলেজ প্রভাষক মো.জহির উদ্দিন বাবর উপস্থিত থেকে সহকারী কমিশনারের দায়িত্ব পালন করেন।।কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন,সহ সভাপতি মো.আবু বকর সিদ্দীক (বরিশাল সময়),সহ সাধারণ সম্পাদক মো.সেলিম রেজা (ভোরের আলো),অর্থ সম্পাদক মো.জামাল হোসেন (দখিনের খবর)।এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন,তুহিন মাতুব্বর (বরিশাল প্রতিদিন) ও মো. দেলোয়ার হোসেন মিলন (দৈনিক তালাশ)।