
রাজাপুরে সাংবাদিক আতিকের পিতা সড়ক দূর্ঘটনায় নিহত।
রাজাপুর ( ঝালকাঠি) উপজেলা সংবাদদাতাঃ
ঝালকাঠির রাজাপুরেনাড়ুকেলবাড়িয়া নিবাসী ও জাতীয় দৈনিক সময়ের আলো ঝালকাঠি জেলা প্রতিনিধি ও দৈনিক শতকন্ঠের সটাফ রিপোর্টার মোঃ আতিকুর রহমান আতিক এর পিতা মোঃ আনোয়ার হোসেন মৌলভী( ৬৮) সড়ক দুর্ঘটনায় আজ সোমবার ১৭ ফেব্রুয়ারি বেলা আড়াইটায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় ইন্তেকাল করেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।উল্লেখ্যঃ প্রত্যক্ষদর্শীরা জানায়, ১৬ ফেব্রুয়ারি রোববার আনুমানিক বেলা ২টায় ৩িনজন একটি মটর সাইকেলে চড়ে নিজবাড়ি নাড়িকেলবাড়িয়া থেকে রাজাপুর আসছিলেন। হঠাৎ রাজাপুর-নৈকাঠী সড়কের নাড়িকেলবাড়িয়া ক্লাব নামক এলাকায় আসলে সাইকেলটির চালক একইগ্রামের মনিরের পুত্র রেজাউল(১৬) গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে আনোয়ার হোসেন অচেতন হয়ে যায়।তাকে আশংকাজনক অবস্হায় প্রথমে রাজাপুর হাসপাতালে পরে , বরিশাল থেকে ঢাকায় নেয়া হয়।অন্য ২ জন আহত হয়ে বরিশালে চিকিৎসাধীন রয়েছে।রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি।