
বর্তমানে সারা দেশে কল্লা কাটা নেমেছে সেই আতংকে জনমনে ভয় ভীতিকর পরিবেশ তৈরি করার চেষ্টা করছে একটি মহল
তাইতো বাচ্চারা ঘর থেকে স্কুলে যেতে চায়না অভিভাবকরা বাচ্চাদের নিয়ে স্কুলে পৌছে দেয় যদিয় গুজববিরোধী অভিযান শুরু করেছে জননিরাপত্তায় থাকা বাহিনী ইতিমধ্যে বেশ কয়েকদিন যাবৎ অভিযানে কিছু কিছু গ্রেফতার হয়েছে বিশেষ করে সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে কল্লা কাটা গুজব বেশি ছড়ানো হয়েছে
কেহ কেহ মন্তব্য করে গুজবের কারনে দেশে অরাজক পরিবেশের সৃষ্টি করতেই গুজব ছড়ানো হয়েছে
তবে কেহ কেহ আবার মন্তব্য করে যে গুজবের কারনে তবু সাধারণ মানুষের সতর্কতা বেড়ে গেলো
আমরা সতর্ক করি যে কেহ গুজব আমলে নেবোনা এবং দেশ বাসিকে গুজবের বিষয় সচেতন হতে পরামর্শ দিবো