
অনলাইন নিউজঃ আমাদের দেশের প্রচলিত আইন অনুযায়ী প্রভাবশালী মহল চলতেই নারাজ!
তাঁহারা ম্যানেজ প্রক্রিয়া ও বৈধ ঘুষের রমরমা বানিজ্যের কারণেই বেপরোয়া হয়ে একরে একরে নদী খাল দখল করে কোটি কোটি টাকা হাতিয়ে নিতেছে!
পাকা ইমারত তৈরি করতেছেন
শিল্প কারখানা গড়ে তুলেছেন,আবাসিক ও ব্যবসায়িক দোকান তৈরি করছেন, মোট কথা লুটে পুটে খাচ্ছেন প্রভাবশালী ব্যক্তিবর্গ- প্রতিষ্ঠান।
যেখানে নদীর স্রোতধারা প্রবাহিত হওয়ার স্থান হতে (৩৫)ফুটের মধ্যে জনগণের মালিকানা থাকার কথা নয়, অথচ পয়ত্রিশ ফুটতো দূরের কথা নদীর মধ্যে ও পারলে স্থাপনা তৈরি করে দখল করতে চেষ্টা করছে!
পানি উন্নয়ন বোর্ডের টেন্ডার হওয়া খালগুলোর উদ্ধার কার্যক্রম কবে শুরু হবে?
নাকি টেন্ডার প্রক্রিয়া প্রভাবশালী মহলের চাপে সংস্কার করতে হবে টেন্ডার কার্যক্রম?
নকশা অনুযায়ী খাল কি খুজে পাবে নাকি যতটুকু পাবে ততটুকু কার্যক্রম করে জনগনের চোখে ধুলো দিবে যেটাকে জনগন বলে আই ওয়াশ!
এই দখলদারির কারণেই আজ মহানগরীর সড়কপথে একটু বর্ষা হলেই তলিয়ে যায়
আর সাধারণ গরীব অসহায় অসমর্থ মানুষের ভোগান্তির শেষ থাকেনা
তবে কি এমনই চলবে?
ম্যানেজ প্রক্রিয়ায় হালাল ঘুষের কারণে?