
অনলাইন নিউজঃ অদ্য ১৪ই জুলাই ২০২৩ সকালে বরিশাল নগরীর রুপাতলী ২৪ নং ওয়ার্ডের আঃ হামিদ খান সড়কে
জমি সংক্রান্ত বিরোধের কারণে আমেরিকান প্রবাসী নেছার আহমেদ তার আপন দুই শ্যালকদের এলোপাতাড়ি কুপিয়েছে
পরবর্তীতে পুলিশ ও স্থানীয় জনতা তাদের উদ্ধার করে শে বা চি মে ভর্তি করেন,
স্থানীয়রা বলেন নেছার আহমেদ তার চাচা শশুরের কাছ থেকে জমি ক্রয় করলে তার চয়েস মতো জমি না দেয়াতে তার শ্যালক গংদের সাথে দীর্ঘ দিন যাবৎ মামলা চলমান
থাকাবস্থায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর কারণে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়, স্থানীয় গন্যমান্য ও ওয়ার্ড কাউন্সিলর নেতারা অনেকেই এই শ্যালক গং ও আমেরিকান প্রবাসী দুলাভাইর সাথে বিরোধ মিটানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছেন
লোক মুখে শুনা যাচ্ছে নেছার আহমেদ নাকি বদমেজাজী ও এক গেইমি টাইপের মানুষ তাকে উক্ত এলাকার লোক ভয় পায় সে নাকি একটু কিছু হলেই মামলা করে!
আমেরিকান প্রবাসী বিধায় এমন করার সুযোগ পেয়ে থাকেন
এই শ্যালক দুলাভাইর বিরোধ কি মিমাংসা করবে কোর্টে একাধিক মামালা চলমান তার মধ্যে আবার এমন দূর্ঘটনাটা ঘটালো! এর প্রতিকার চায় এলাকাবাসী।