
আজ ১৩ অক্টোবর দুপুর ১২ টার দিকে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় বরিশাল সদর উপজেলায় কীর্তনখোলা নদীতে অভিযান চালিয়ে ৫৯ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় মা ইলিশ ধরার অপরাধে ২০ জনকে ১ বছরের কারাদন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরিশাল সদর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোশারেফ হোসেন। এসময় সাথে ছিলেন মৎস্য কর্মকর্তা ও নৌপুলিশের সদস্যরা। পরে কীর্তনখোলা নদীর পাড়ে জব্দ কৃত জাল পুড়িয়ে দেয়া হয় এবং আটককৃত মাছ মাদ্রাসা ও ইয়াতিমখানায় বিতরন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর বলেন জনস্বার্থ এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।