ঝালকাঠিতে পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

প্রকাশ : December 17, 2019, 10:18 pm

ঝালকাঠিতে পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

ঝালকাঠিতে মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভুমিকার রাখায় পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার বেলা ১১.০০ ঘটিকায় জেলা পুলিশ লাইন্সে আয়োজিত এ অনুষ্ঠানে ১৮ জন বীর মুক্তিযোদ্ধা এবং ৪৬ জন শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জেলা পুলিশের পক্ষ থেকে বিজয় দিবস উপলক্ষে এ সম্মাননা দেয়া হয়। পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাহিদা আক্তার, জেলা আইনজীবী সমিতির সভাপতি পিপি এ্যাড. আব্দুল মান্নান রসুল, রাজাপুর সরকারী কলেজের প্রভাষক ও মুক্তিযোদ্ধা গবেষক ড. কামরুন্নেছা আজাদ, ঝালকাঠি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডস্ট্রিজ সভাপতি সালাহ্উদ্দিন আহম্মেদ সালেক, ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান ও সাবেক আর.আই মুক্তিযোদ্ধা শাহজাহান তালুকদার, অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক বীরমুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন, অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার এম. মাহামুদ হাসান, সার্বিক বিষয় তত্বাবধান করেন। অনুষ্ঠানে রাজাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদ হোসেন সহ জেলার চার থানারর পুলিশ কর্মকর্তা এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

 



সর্বশেষ সংবাদ
রুপাতলী ২৪নং ওয়ার্ডের আঃ হামিদ খান সড়কের আপন বেকারির ধোঁয়ায় এলাকা বাসী অতিষ্ঠ! বরিশাল সদর উপজেলা আনসার ভিডিপির ভাতা ভোগীদের মধ্যে প্রথম বার ঈদ সামগ্রিক বিতরণ! ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছে পবি প্রবি'র ট্রেজারারের একমাত্র ছেলে খালিদ। বরিশালে জমকালো আয়োজনে পালন করা হয়েছে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী। রাজাপুর উপজেলা সেটেলমেন্ট অফিস কতৃক সাধারণ মানুষের ভোগান্তি চরমে! বরিশাল সদর উপজেলায় আনসার ভিডিপির নবাগত কর্মকর্তা রাবেয়া সুলতানা নাজমাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সম্ভাবনা দিয়েছেন ওয়ার্ড ও ইউনিয়ন দলনেতা দলনেত্রী ইউনিয়ন আনসার কমান্ডারগণ। রাজাপুর পল্লী বিদ্যুৎ সমিতির অফিসে বিল দেয়ায় গ্রাহক ভোগান্তি চরমে! বরিশাল শেবাচিম বহিঃ বিভাগের চিকিৎসকদের ডায়াগনস্টিক সেন্টারগুলোর সাথে আতাত % নেয়া বানিজ্য সিন্ডিকেটে ভোগান্তিতে অসহায় গরীব রোগীরা! বরিশালসহ দেশের ০৯ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আবাস! আবহাওয়া অধিদপ্তর! ৪ লক্ষ টাকায় খুন করা হয় সেচ্ছাসেবকলীগ নেতা ফুয়াদকে!