• Uncategorized
  • »
  • বরিশালে জেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পর্যটন দিবস ২০২০ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত।

বরিশালে জেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পর্যটন দিবস ২০২০ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত।

প্রকাশ : September 27, 2020, 4:10 pm

নিউজঃ বিশ্ব পর্যটন দিবস ২০২০ পালন উপলক্ষে বরিশাল জেলা প্রশাসকের আয়োজনে ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহযোগীতায় আজ ২৭ সেপ্টেম্বর রবিবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল মোঃ নাঈমুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল তৌহিদুজ্জামান পাভেল, সহসভাপতি জেলা আওয়ামী লীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী, নির্বাহী প্রকৌশলী গণপূর্ত বিভাগ বরিশাল, জেড়ান্ড অলিভার গুডা, নির্বাহী প্রকৌশলী এলজিইডি বরিশাল, শরীফ মোঃ জামাল উদ্দিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান উজিরপুরসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও পুরস্কার বিজয়ীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে প্রজেক্টরের মাধ্যমে বরিশালের আকর্ষনীয় ও দর্শনীয় পর্যটন স্থানের বিভিন্ন চিত্র নিয়ে জেলা প্রশাসন এর ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়, যাদেখে অনুষ্ঠানের অতিথিরা মুগ্ধ হয়। এরপর অতিথিরা আন্তর্জাতিক পর্যটন দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠান শেষে পর্যটন দিবস উপলক্ষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা প্রশাসক বরিশাল কর্তৃক আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রতিযোগীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন তাসনুমা তাপসী রাইসা, দ্বিতীয় স্থান আমিন আলম, তৃতীয় স্থান আতকা সুলতানা মিম। চিত্রাঙ্কন প্রতিযোগিতার প্রথম স্থান অধিকার করেন নাফিস সাইফুল্লাহ আলফি, দ্বিতীয় স্থান অধরা বণিক, তৃতীয় স্থান প্রতীক চন্দ্র কুন্ডু। পর্যটন দিবস উপলক্ষে বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান বলেন বরিশালের দূর্গাসাগর, সাতলার লাল শাপলার বিলকে আকর্ষনীয় ও দর্শনীয় পর্যটন এলাকায় পরিনত করা হবে। পর্যটন এলাকা শুধু শিল্প নয় এখান থেকে একদিকে যেমন কর্মসংস্থানের ব্যবস্থা হবে অণ্যদিকে পর্যটনের অর্থে দেশ হবে অর্থনৈতিক স্বাভলম্ভি। ইতিমধ্যে জেলা প্রশাসকের পক্ষ থেকে দূর্গাসাগর সহ শাপলা বিল এলাকায় রেস্টহাউজ ও গেস্টহাউজ নির্মাণ করা সহ বরিশালের গুঠিয়া জামে মসজিদ,শেরে বাংলার যাদুঘড় এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজে পরিকল্পনা গ্রহন করা হয়েছে যা আগামী বছরের মধ্যে সম্পূর্ণ করা সম্ভব হবে। বরিশালের অপরুপ সৌন্দয্য আকর্ষনীয় ও দর্শনীয় নিলাভূমি গড়ে তোলার ক্ষেত্রে শুধু জেলা প্রশাসকের একার পক্ষে সম্ভব নয় এখানে সকলের সহযোগীতায় হাত বাড়িয়ে দিতে হবে। ইতিমধ্যে দূর্গাসাগর আকর্ষনীয় পর্যটন এলাকা গড়ার জন্য সরকারের পক্ষথেকে ১৬ কোটি ৮০ লক্ষ টাকা বরাদ্ধ পাওয়া গেছে যা দিয়ে শিঘ্রই দর্শনীয় উন্নয়নমূলক কাজ করা হবে। এজন্য সরকারের পাশাপাশি বেসরকারী বিনিয়োগকারীদের এগিয়ে আসার জন্য জেলা প্রশাসক আহবান জানান।

 



সর্বশেষ সংবাদ
বরিশাল সদর উপজেলা আনসার ভিডিপির ভাতা ভোগীদের মধ্যে প্রথম বার ঈদ সামগ্রিক বিতরণ! ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছে পবি প্রবি'র ট্রেজারারের একমাত্র ছেলে খালিদ। বরিশালে জমকালো আয়োজনে পালন করা হয়েছে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী। রাজাপুর উপজেলা সেটেলমেন্ট অফিস কতৃক সাধারণ মানুষের ভোগান্তি চরমে! বরিশাল সদর উপজেলায় আনসার ভিডিপির নবাগত কর্মকর্তা রাবেয়া সুলতানা নাজমাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সম্ভাবনা দিয়েছেন ওয়ার্ড ও ইউনিয়ন দলনেতা দলনেত্রী ইউনিয়ন আনসার কমান্ডারগণ। রাজাপুর পল্লী বিদ্যুৎ সমিতির অফিসে বিল দেয়ায় গ্রাহক ভোগান্তি চরমে! বরিশাল শেবাচিম বহিঃ বিভাগের চিকিৎসকদের ডায়াগনস্টিক সেন্টারগুলোর সাথে আতাত % নেয়া বানিজ্য সিন্ডিকেটে ভোগান্তিতে অসহায় গরীব রোগীরা! বরিশালসহ দেশের ০৯ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আবাস! আবহাওয়া অধিদপ্তর! ৪ লক্ষ টাকায় খুন করা হয় সেচ্ছাসেবকলীগ নেতা ফুয়াদকে! পল্লী বিদ্যুৎ গ্রাহক ভোগান্তি।