
দেশের নানা স্থানেই বর্তমানে দেখা যাচ্ছে খুন, গুম, সন্ত্রাস, পার্ক গুলোতে প্রকাশ্য অশ্লীলতা
মাদকের অহরহ ছড়াছড়ি
পরোকিয়ার মায়া জালে ধ্বংশ হচ্ছে হাজারো পরিবার সাংসারিক কলহ দিনে দিনে বেড়ে চলছে
নারী ও মাদকের কারনে ইদানিংকাল দেখা যাচ্ছে খুন খারাপি হচ্ছে যেমনই এক উদাহরন বরগুনাতে পরোকিয়ার কারনে প্রকাশ্য নির্মম হত্যা কান্ড সংঘঠিত হলো
জোর করে জমি দখল সরকারি জমি দখল করে পাকা ইমারত তৈরি
সহ সারা দেশেই মাদকে ছেয়ে গেছে কেহ প্রতিবাদ করতে গেলে তাকেই জরিয়ে দেয়া হচ্ছে নানা অপবাদে
এই সব কারন অনুসদ্ধান করলে থলের বেড়াল বের হয়
তবে কে বের করবে? যে একটু সততা ও আন্তরিকতা নিয়ে কাজ করবে তার উপরেই সবার কূ নজর দিয়ে ফাসাবে নয় ম্যানেজ করবে
তাহলে কি করে হবে এসব অপরাধ নির্মল?
এখন একটাই উপায় আছে জনসচেতনতা ও প্রশাসনের আন্তরিকতা ছাড়া আর কোনো বিকল্প পথ দেখছেনা সুশিল সমাজ।