
অপরদিকে ময়মনসিংহ, ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের বেশকিছু এলাকার উপরদিয়ে মাঝারি ভ্যাপসা তাপপ্রবাহ বয়েযাচ্ছে এবং সেটা ধিরে ধিরে হ্রাস পাবার দিকে এগোচ্ছে। এবং এই বিভাগ গুলোতে বৃষ্টির পরিমান বৃদ্ধি পেতেপারে।
(২) ভ্যাপসা, আসলে এইসকল এলাকায় তাপমাত্রা তেমন বেশিনা, তবে এইসকল এলাকার বাতাসে প্রচুর জলীয়বাস্প থাকায় এই ভ্যাপসা গরম অনুভব হচ্ছে, আপনি প্রচুর ঘামছেন কিন্তু ঘাম সহজে শুকাচ্ছে না।
ধন্যবাদ : বেসরকারি আবহাওয়া সংস্থা
আপডেট : ১৪ ই জুন সন্ধ্যা ০৭:২২ মিনিটে।