
নিজস্ব প্রতিবেদকঃ
রংপুরের পীরগঞ্জ উপজেলার শতাধিক ইউপি মেম্বারদের সাথে জাতীয় সংসদ ভবনে স্পীকারের মতবিনিময়।
১৭ জুন ২০২৩ তারিখ বিকেল ০৪ ঘটিকায় জাতীয় সংসদ ভবনে মাননীয় স্পীকার ডঃ শিরিন শারমিন চৌধুরী এমপি মহোদয় রংপুর জেলাধীন পীরগঞ্জ উপজেলার ইউপি মেম্বার কল্যাণ এসোসিয়েশন এর শতাধিক সদস্যদের সাথে মতবিনিময় করেন।
এসময় সাথে ছিলেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসেন চৌধুরী ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মেম্বার বাউল ছালমা। মতবিনিময় শেষে স্পিকার মহোদয়ের এপিএস রাকিবুল ইসলাম নয়ন জানান আগামী সপ্তাহে সংগঠনের কেন্দ্রীয় নীতি নির্ধারক নেতৃবৃন্দের সাথে স্পিকার মহোদয় পুনরায় মতবিনিময় করবেন।