• জাতীয়
  • »
  • বাংলাদেশের জাতিয় পতাকার সঠিক পরিমাপ ও ব্যবহারের নিয়মাবলি

বাংলাদেশের জাতিয় পতাকার সঠিক পরিমাপ ও ব্যবহারের নিয়মাবলি

প্রকাশ : December 14, 2019, 1:53 pm

দেশের স্বাধীন সার্বভৌমত্বের প্রতীক হচ্ছে তার পতাকা। আর এ পতাকা একটি দেশ তথা রাষ্ট্রের পরিচয় বহন করে। তেমনি আমাদের দেশের পরাধীনতার আবরণ থেকে বের হয়ে স্বাধীনতার সোনালি অক্ষরে নাম লিখানোর একটি অর্জন হচ্ছে এ সবুজের বুকে লাল পতাকা।

তবে এ পতাকাকে উত্তোলন কিংবা এর সঠিকভাবে সঠিক মাপে তৈরি করাও প্রয়োজন। যেই পতাকাকে তার নিজ অস্তিত্বকে টিকিয়ে রাখতে লাখো শহীদ নিজের বুকের তাজা রক্ত দিয়েছিল তার মান অক্ষুণ্ণ রাখতে হবে। আসুন জেনে নেই জাতীয় পতাকার সঠিক মাপ এবং ব্যবহারের নিয়ম।
১. বাংলাদেশের জাতীয় পতাকার গাঢ় সবুজ বর্ণের আয়তক্ষেত্রের মাঝখানে একটা ভরাট রক্তিম বৃত্ত নিয়ে এটা তৈরি। এর দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ১০:৬। পতাকার মাঝখানের লাল বৃত্তটির ব্যাসার্ধ হবে পতাকার দৈর্ঘ্যরে ৫ ভাগের একভাগ

২. পতাকা টানানোর ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে এটি এমন জায়গায় টানানো না হয় যাতে এর মান অক্ষুণ্ণ হয়।

৩. পতাকা দিয়ে মোটরযান, রেলগাড়ি অথবা নৌযানের খোল, সম্মুখভাগ অথবা পেছনের অংশ কোনো অবস্থাতেই ঢেকে দেয়া যাবে না

৪. যেসব ক্ষেত্রে কেবলমাত্র দুটি পতাকা অথবা রঙিন পতাকা উত্তোলন করা হয়, সেক্ষেত্রে ‘বাংলাদেশের পতাকা’ ভবনের ডানদিকে উত্তোলন করা হবে।

৫. বাংলাদেশের পতাকা’র উপরে অন্য কোনো পতাকা বা রঙিন পতাকা উত্তোলন করা যাবে না।

৬. যে ক্ষেত্রে অন্য কোনো দেশের সহিত ‘বাংলাদেশের পতাকা’ একত্রে উত্তোলন করা হয়, সেক্ষেত্রে ‘বাংলাদেশের পতাকা’ প্রথমে উত্তোলন করতে হবে এবং নামানোর সময় সবশেষে নামাতে হবে।

৭. যে ক্ষেত্রে ‘বাংলাদেশের পতাকা’ অর্ধনমিত থাকে, সেক্ষেত্রে প্রথমে সর্বোচ্চ চূড়া পর্যন্ত উত্তোলন করা হবে এবং অতঃপর নামিয়ে অর্ধনমিত অবস্থায় আনা হবে। ওই দিবসে পতাকা নামানোর সময় পুনরায় উপরিভাগ পর্যন্ত উত্তোলন করা হবে, অতঃপর নামাতে হবে।

৮. ‘পতাকা’ কোনো ব্যক্তি বা জড় বস্তুর দিকে নিম্নমুখী করা যাবে না।

৯. তাকা’ কখনই তার নিচের কোনো বস্তু যেমন- পানি বা কোনো পণ্যদ্রব্য স্পর্শ করবে না।

১০. ‘পতাকা’ কখনই আনুভূমিকভাবে বা সমতলে বহন করা যাবে না, সর্বদাই ঊর্ধ্বে এবং মুক্তভাবে থাকবে।

১১. পতাকাকে কখনও পদদলিত করা যাবে না।

১২. কোনো কিছু গ্রহণ, ধারণ, বহন বা বিলি করার জন্য ‘পতাকা’ ব্যবহার করা যাবে না।

১৩. ‘পতাকা’ দ্রুত উত্তোলন করার শুরুতে জাতিয় সঙ্গীত পরিবেশন করতে হবে এবং সৈনিক বা ফৌজি লোক হলে স্যালুট দিতে হবে  এবং সসম্মানের সঙ্গে নামাতে হবে।

১৪. পতাকার অবস্থা যদি এমন হয় যে, তা আর ব্যবহার করা যাবে না, নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে তা মর্যাদাপূর্ণভাবে, বিশেষ করে সমাধিস্থ করে নিষ্পত্তি করতে হবে।

 



সর্বশেষ সংবাদ
বরিশাল সদর উপজেলা আনসার ভিডিপির ভাতা ভোগীদের মধ্যে প্রথম বার ঈদ সামগ্রিক বিতরণ! ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছে পবি প্রবি'র ট্রেজারারের একমাত্র ছেলে খালিদ। বরিশালে জমকালো আয়োজনে পালন করা হয়েছে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী। রাজাপুর উপজেলা সেটেলমেন্ট অফিস কতৃক সাধারণ মানুষের ভোগান্তি চরমে! বরিশাল সদর উপজেলায় আনসার ভিডিপির নবাগত কর্মকর্তা রাবেয়া সুলতানা নাজমাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সম্ভাবনা দিয়েছেন ওয়ার্ড ও ইউনিয়ন দলনেতা দলনেত্রী ইউনিয়ন আনসার কমান্ডারগণ। রাজাপুর পল্লী বিদ্যুৎ সমিতির অফিসে বিল দেয়ায় গ্রাহক ভোগান্তি চরমে! বরিশাল শেবাচিম বহিঃ বিভাগের চিকিৎসকদের ডায়াগনস্টিক সেন্টারগুলোর সাথে আতাত % নেয়া বানিজ্য সিন্ডিকেটে ভোগান্তিতে অসহায় গরীব রোগীরা! বরিশালসহ দেশের ০৯ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আবাস! আবহাওয়া অধিদপ্তর! ৪ লক্ষ টাকায় খুন করা হয় সেচ্ছাসেবকলীগ নেতা ফুয়াদকে! পল্লী বিদ্যুৎ গ্রাহক ভোগান্তি।