
ঝালকাঠির ছত্রকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে পড়ে শিশুসহ ১৯ জন নিহত হয়েছেন আহত হয়েছে ২০ জন।
শনিবার (২২ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠির সিভিল সার্জন জহুরুল ইসলাম।
ঝালকাঠি জে।লা পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বলেন, এ পর্যন্ত ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ২০ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
বাসার স্মৃতি নামক গাড়িটি ভান্ডারিয়া থেকে বরিশালের উদ্দেশ্য ছেড়ে আসছিলো এই দূর্ঘটনা ঘটে।