
অনলাইন নিউজ ॥ ঘন কুয়াশায় বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার মাঝের চর এলাকায় মেঘনা নদীতে দুটি লঞ্চের সংঘর্ষে দুই যাত্রী নিহত ও উভয় লঞ্চের ৮ যাত্রী আহত হয়।
এ ঘটনায় সোমবার বিকেল ৩ টায় পিরোজপুর সদর থানা পুলিশ এমভি ফারহান ৯ লঞ্চের মাস্টার আফতাব আলী ও সুকানি আব্দুল হামিদকে হুলারহাট নদী বন্দর থেকে আটক করে।
এরআগে বরিশাল থেকে ঢাকাগামী এমভি কির্ত্তনখোলা ১০ লঞ্চটি মাঝের চর অতিক্রমকালে এর মাঝ বরাবর ঢাকা থেকে ভান্ডারিয়াগামী এমভি ফারহান ৯ লঞ্চটি আঘাত করলে ঘটনাস্থলে ২ জন নিহত হয়। এ ঘটনার পরপরই বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করে। একইসঙ্গে এমভি ফারফান-৯ লঞ্চের মাস্টার ও চালককে গ্রেফতারের নির্দেশ দেয়।
পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বাদল জানান, বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের নির্দেশে তাদেরকে আটক করা হয়েছে।