• দূর্ঘটনা
  • »
  • বাকেরগঞ্জে মাইক্রোবাস চাপায় মোটর সাইকেল চালক জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে, কেটে ফেলা হয়েছে ‘ডান পা’ বাকেরগঞ্জ প্রতিনিধি ॥

বাকেরগঞ্জে মাইক্রোবাস চাপায় মোটর সাইকেল চালক জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে, কেটে ফেলা হয়েছে ‘ডান পা’ বাকেরগঞ্জ প্রতিনিধি ॥

প্রকাশ : March 26, 2020, 8:25 am

অনলাইন নিউজঃ বরিশাল-পটুয়াখালী মহাসড়কে মাইক্রোবাসের চাপায় মটরসাইকেল চালক জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। কেটে ফেলা হয়েছে তার ‘ডান পা’। গত বুধবার বিকাল পাঁচটার দিকে বাকেরগঞ্জ উপজেলার মহাসড়কে খান ফিলিং স্টেশনের সামনে ঘটনাটি ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই সময় পটুয়াখালী সদর উপজেলার সেকেন্দার আলী মৃধার ছেলে রিপন মৃধা মোটরসাইকেল যোগে বরিশাল থেকে পটুয়াখালীর দিকে যাচ্ছিল। মহাসড়কে একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-গ ১১-০০৯৪) অপর একটি গাড়ি অভারটেক করতে গিয়ে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক রিপন মৃধা গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, অপর দিক থেকে আসা মাইক্রোবাসটি বেপরোয়া চালাচ্ছিল। আহত রিপনকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসকরা তাকে ঢাকায় প্রেরণ করেন। পারিবারিক সূত্রে জানা যায়, রিপনের পা দুটোই কেটে ফেলতে হবে এবং তার জীবনেরও সংশয় রয়েছে। বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবুল কালাম জানান, মাইক্রোবাস ও মটরসাইকেল দুটোই থানায় জব্দ আছে, অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে। দুর্ঘটনার সাথে সাথে মাইক্রোবাসের চালক পালিয়েছে। সংবাদ সংগ্রহ Absar Uddinএর ওয়াল থেকে।

 



সর্বশেষ সংবাদ
বরিশাল সদর উপজেলা আনসার ভিডিপির ভাতা ভোগীদের মধ্যে প্রথম বার ঈদ সামগ্রিক বিতরণ! ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছে পবি প্রবি'র ট্রেজারারের একমাত্র ছেলে খালিদ। বরিশালে জমকালো আয়োজনে পালন করা হয়েছে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী। রাজাপুর উপজেলা সেটেলমেন্ট অফিস কতৃক সাধারণ মানুষের ভোগান্তি চরমে! বরিশাল সদর উপজেলায় আনসার ভিডিপির নবাগত কর্মকর্তা রাবেয়া সুলতানা নাজমাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সম্ভাবনা দিয়েছেন ওয়ার্ড ও ইউনিয়ন দলনেতা দলনেত্রী ইউনিয়ন আনসার কমান্ডারগণ। রাজাপুর পল্লী বিদ্যুৎ সমিতির অফিসে বিল দেয়ায় গ্রাহক ভোগান্তি চরমে! বরিশাল শেবাচিম বহিঃ বিভাগের চিকিৎসকদের ডায়াগনস্টিক সেন্টারগুলোর সাথে আতাত % নেয়া বানিজ্য সিন্ডিকেটে ভোগান্তিতে অসহায় গরীব রোগীরা! বরিশালসহ দেশের ০৯ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আবাস! আবহাওয়া অধিদপ্তর! ৪ লক্ষ টাকায় খুন করা হয় সেচ্ছাসেবকলীগ নেতা ফুয়াদকে! পল্লী বিদ্যুৎ গ্রাহক ভোগান্তি।