
সময় ডেস্কঃ সশস্ত্র বাহিনী প্রশাসনের সংঙ্গে সমন্বয় করে কাজ করবে বলে জানিয়েছেন বাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ। তিনি বলেন,ডিসিদের বলছি, আমরা তাদের সংঙ্গে সমন্বিতভাবে দেশের জন্য কাজ করবো।
দেশের কোথাও কোনো সমস্যা হলে, পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে তার সমাধান করবো।
ডিসি সম্মেলনের চতুর্থ দিনে বুধবার (১৭জুলাই) সকালে প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়ক প্রথম কার্য অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
অধিবেশনে নৌ বাহিনীর প্রধান ও বিমান বাহিনীর উপ প্রধান (বিমান বাহিনীর প্রধান দেশের বাহিরে) উপস্থিত ছিলেন।
এই প্রথম কোনো ডিসি সম্মেলনে সশস্ত্র বাহিনীর শীর্ষস্থানীয় তিন ব্যক্তি উপস্থিত ছিলেন।
বন্যা পরিস্থিতি মোকাবিলায় সেনা বাহিনীর করণীয় বিষয়ে জানতে চাইলে জনাব আজিজ আহমেদ বলেন,
বন্যা মোকাবিলায় যদি সেনাবাহিনীর প্রয়োজন পড়ে, সেনাবাহিনী প্রস্তুত আছে,
কাজে যোগ দেবে।