• জাতীয়
  • »
  • চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় দুই মটর সাইকেল আরোহী নিহত

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় দুই মটর সাইকেল আরোহী নিহত

প্রকাশ : August 20, 2019, 1:29 pm

অনলাইন নিউজ  চট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়া উপজেলার আমজুরহাট এলাকায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার(১৯ আগস্ট) রাত সাড়ে ৯টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া পৌর সভার আমজুর হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পটিয়া পৌরসভার কাগজী পাড়ার আব্দুল মালেকের ছেলে শাহাজাহান (৪৫) ও তার শ্যালক ফার্স্ট সিকিউরিটি ব্যাংক এর জুনিয়র অফিসার রফিকুল ইসলাম আরজু (৩৬)। তিনি একই এলাকার জহির আহম্মদের ছেলে।পটিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরী বিভাগের চিকিৎসক ডা: মিজানুর রহমান দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় সুত্রে জানা গেছে, শ্যালক দুলাভই মিলে মোটরসাইকেল নিয়ে চট্টগ্রাম শহর হতে পটিয়া পৌরসভার দিকে যাওয়ার সময় পিছন দিক থেকে একটি দ্রুতগামী ট্রাক মোটর সাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেলসহ দু’জনেই সড়কের পার্শ্বে পুকুরে পড়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা দুজনকে মৃত ঘোষণা করে।

নিহত দুইজনেই পটিয়া পৌরসভার ১ নং ওয়ার্ড কাগজীপাড়ার বাসিন্দা। নিহত শাহজাহন পেশায় গ্রাম্য চিকিৎসক।  তার স্ত্রী বেসরকারী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) পটিয়ায় শাখায় কর্মরত। অপর দিকে নিহত শ্যালক রফিকুল ইসলাম আরজু ফার্স্ট সিকিউরিটি ব্যাংক এর জুনিয়র অফিসার বলে জানা গেছে।

 



সর্বশেষ সংবাদ
বরিশাল সদর উপজেলা আনসার ভিডিপির ভাতা ভোগীদের মধ্যে প্রথম বার ঈদ সামগ্রিক বিতরণ! ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছে পবি প্রবি'র ট্রেজারারের একমাত্র ছেলে খালিদ। বরিশালে জমকালো আয়োজনে পালন করা হয়েছে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী। রাজাপুর উপজেলা সেটেলমেন্ট অফিস কতৃক সাধারণ মানুষের ভোগান্তি চরমে! বরিশাল সদর উপজেলায় আনসার ভিডিপির নবাগত কর্মকর্তা রাবেয়া সুলতানা নাজমাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সম্ভাবনা দিয়েছেন ওয়ার্ড ও ইউনিয়ন দলনেতা দলনেত্রী ইউনিয়ন আনসার কমান্ডারগণ। রাজাপুর পল্লী বিদ্যুৎ সমিতির অফিসে বিল দেয়ায় গ্রাহক ভোগান্তি চরমে! বরিশাল শেবাচিম বহিঃ বিভাগের চিকিৎসকদের ডায়াগনস্টিক সেন্টারগুলোর সাথে আতাত % নেয়া বানিজ্য সিন্ডিকেটে ভোগান্তিতে অসহায় গরীব রোগীরা! বরিশালসহ দেশের ০৯ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আবাস! আবহাওয়া অধিদপ্তর! ৪ লক্ষ টাকায় খুন করা হয় সেচ্ছাসেবকলীগ নেতা ফুয়াদকে! পল্লী বিদ্যুৎ গ্রাহক ভোগান্তি।