
ঝালকাঠির রাজাপুরে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১০ গ্রেড ও সহকারি শিক্ষকদের ১১ গ্রেডে বেতন নির্ধারনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রাজাপুর থানার সামনের সড়কে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি উপজেলা শাখা আয়োজিত এ মানববন্ধন কর্মসুচিতে সংগঠনের উপজেলা সভাপতি আজিজুল হক ফরাজির সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মহসিন উদ্দিন, শিক্ষক আজাদ খান, সাইফুল ইসলাম, ইসরাত জাহান প্রমুখ। বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে শিক্ষকদের একদফা এ দাবি দ্রুত মেনে নেয়ার আহবান জানানো হয়। অন্যথায় ক্লাস, পরীক্ষা বর্জন করে লাগাতর কর্মসূচি ও আন্দোলনে রাজপথে নামার হুশিয়ারি দেয়া হয়। পরে ইউএনওর মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি দেয়া হয়। ঘণ্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচিতে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের কয়েক’শ শিক্ষক অংশ নেন।