• আঞ্চলিক
  • »
  • বরিশাল সিটি কর্পোরেশনের ভিন্নমত

বরিশাল সিটি কর্পোরেশনের ভিন্নমত

প্রকাশ : October 9, 2019, 7:26 am

অনলাইন নিউজঃ গত ৭ অক্টোবর বরিশাল নগরীর কলেজ রো, এলাকায় প্লান বর্হিভূত একটি নির্মানাধীন দালানের বর্ধিত অংশ উচ্ছেদ করতে গেলে ওই দালানের মালিক এস.এম জাকির হোসেনসহ তার পক্ষের কতিপয় লোকজন বিসিসির কর্মীদের কাজে বাঁধাদানসহ হামলা চালিয়ে দুইজনকে আহত করে।

এখবর পেয়ে বিসিসির কর্মচারীরা সেখানে জড়ো হয়ে এর সুষ্ঠু বিচার দাবি করে। পরিস্থিতি যাতে অস্বাভাবিক না হতে পারে তার জন্য কর্পোরেশনের দুই প্যানেল মেয়রসহ বেশীরভাগ কাউন্সিলর সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্ঠা করে। পরে বিসিসির মেয়র জনাব সেরনিয়াবাত সাদিক আবদুল­াহর হস্তক্ষেপে কর্মচারীরা শান্ত হয়ে কাউন্সিলরদের সাথে ওই স্থান ত্যাগ করে। যা ওই সময়ে উপস্থিত সংবাদকর্মীরাও অবলোকন করেছেন।

কিন্তু ৮ অক্টোবর মঙ্গলবার ওই দিনের ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে গুটি কয়েক পত্রিকা ও দু’একটি অনলাইন আসল ঘটনা পাশ কাটিয়ে কল্প কাহিনী তৈরী করে নিজেদের মনগড়া তথ্য দিতে সংবাদ প্রকাশ করেছে। প্রায় একই ধরনের ওই সকল সংবাদে ২১নং ওয়ার্ডের সম্নানিত কাউন্সিলর সাঈদ আহম্মেদ মান্নাকে জড়িয়ে যেসকল মিথ্যা ও বানোয়াট তথ্য সরবরাহ করেছে তা কর্পোরেশনের সকলকে ব্যথিত করেছে।

আমরা এধরনের অপতৎপরতা ও ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানাই। এবং ভবিষ্যতে এধরনের অপকর্ম থেকে বিরত থাকার আহবান জানাচ্ছি।

আমরা মনে করি একটি মহল তাদের সূদুরপ্রসারী ষড়যন্ত্রের অংশ হিসেবে বিসিসির একটি বৈধ অভিযানকে নসাৎ করতে পূর্ব থেকে নেয়া তাদের পরিকল্পনার অংশ হিসেবে সরকারি কাজে বাঁধাদান, কর্মীদের মারধর ও একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে মিথ্যা রটনা রটাচ্ছে।

এব্যাপারে সিটি কর্পোরেশনের বক্তব্য হচ্ছে প্রচলিত বিধি অনুযায়ী কর্পোরেশনের কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। এক্ষেত্রে কারো দলীয় পরিচয় কিংবা কে কতো বড় প্রভাবশালী তা বিবেচনা করা হবেনা। নগরবাসীকে কোন বিভ্রান্তকর তথ্যে বিচলিত না হওয়ার আহবান জানিয়ে বিসিসি কর্তৃপক্ষ একটি সুন্দর আগামীর বরিশাল গড়তে পূর্বের ন্যায় সহযোগিতার আহবান জানাচ্ছে।

এবং সকলের জ্ঞাতার্থে জানাচ্ছে বিসিসি কোন অন্যায় ও অনিয়মের সাথে কখনো আপোষ করবেনা।

 



সর্বশেষ সংবাদ
রুপাতলী ২৪নং ওয়ার্ডের আঃ হামিদ খান সড়কের আপন বেকারির ধোঁয়ায় এলাকা বাসী অতিষ্ঠ! বরিশাল সদর উপজেলা আনসার ভিডিপির ভাতা ভোগীদের মধ্যে প্রথম বার ঈদ সামগ্রিক বিতরণ! ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছে পবি প্রবি'র ট্রেজারারের একমাত্র ছেলে খালিদ। বরিশালে জমকালো আয়োজনে পালন করা হয়েছে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী। রাজাপুর উপজেলা সেটেলমেন্ট অফিস কতৃক সাধারণ মানুষের ভোগান্তি চরমে! বরিশাল সদর উপজেলায় আনসার ভিডিপির নবাগত কর্মকর্তা রাবেয়া সুলতানা নাজমাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সম্ভাবনা দিয়েছেন ওয়ার্ড ও ইউনিয়ন দলনেতা দলনেত্রী ইউনিয়ন আনসার কমান্ডারগণ। রাজাপুর পল্লী বিদ্যুৎ সমিতির অফিসে বিল দেয়ায় গ্রাহক ভোগান্তি চরমে! বরিশাল শেবাচিম বহিঃ বিভাগের চিকিৎসকদের ডায়াগনস্টিক সেন্টারগুলোর সাথে আতাত % নেয়া বানিজ্য সিন্ডিকেটে ভোগান্তিতে অসহায় গরীব রোগীরা! বরিশালসহ দেশের ০৯ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আবাস! আবহাওয়া অধিদপ্তর! ৪ লক্ষ টাকায় খুন করা হয় সেচ্ছাসেবকলীগ নেতা ফুয়াদকে!