
লবন নিয়ে গুজব ছড়ানো এবং মূল্য বৃদ্ধি রোধ ও বাজার মনিটরিংয়ে বরিশাল সিটি কর্পোরেশেনের তৎপরতা অব্যাহত রয়েছে। গতকাল বুধবার বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইমতিয়াজ মাহমুদ এর নেতৃত্বে একটি টিম মাঠ পর্যায়ে অভিযান পরিচালনা করেছেন। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরীর দায়ে নগরীর পুলিশ লাইন্স এলাকার দুটি চাইনিজ রেস্তরাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার বেলা ১২ টার পর থেকে তারা নগরীর পুলিশ লাইন্স রোড ও এর আশপাশ এলাকায় অভিযান চালান।
এসময় অভিযানিক দলটি ব্যবসায়ী ও ক্রেতাদের সাথে কথা বলেন এবং গুজবে কান না দিয়ে সঠিকভাবে লবনসহ অন্যান্য পন্য ক্রয়-বিক্রয় করার জন্য সংশ্লিষ্ট সকলকে সতর্ক করেন। এসময় অনেক প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স আছে কিনা তা যাচাই করা হয়। এছাড়া অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরীর দায়ে ওই এলাকার দি কিচেন চাইনিজ রেস্টুরেন্ট ও অ্যানাইয়াস চাইনিজ রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা করে মোট দশ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় বিসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়াও ট্রেড লাইসেন্স সুপারিনটেনডেন্ট শহিদুল ইসলাম, স্যানেটরী ইন্সপেক্টর এনামুল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু জানান, গুজব প্রতিরোধে আমরা সতর্ক ও সচেষ্ট রয়েছি। বাজার মনিটরিংয়ের ক্ষেত্রে আমাদের অভিযান অব্যাহত থাকবে।