
দৈনিক সমকালের বরিশাল ব্যুরো প্রধান ও শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জীর মা আরতি চ্যাটার্জী মৃত্যুতে তার শোকাহত পরাবারকে সমবেদনা জানিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। তিনি মঙ্গলবার রাতে পুলক চ্যাটার্জীর নগরীর বরিশাল কলেজ এলাকার বাসভবনে যান। সেখানে বেশকিছু সময় অবস্থান করে মেয়র শোকাহত পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন। তিনি পুলক চ্যাটার্জীর পিতা মুক্তিযোদ্ধা বিশ্বপ্রতি চ্যাটার্জীসহ অন্যান্যদের সাথে কথা বলে সমবেদনা জ্ঞাপন করেন এবং প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন।