
বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত মি. লি জিমিং ও তাঁর প্রতিনিধি দল আজ বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। বরিশাল সিটির বিভিন্ন উন্নয়নমূলক কাজে চীনা সরকার ও সে দেশের ব্যবসায়ীরা এগিয়ে আসবে এমনটাই আশা প্রকাশ করেন মাননীয় মেয়র। এসময় উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান বিপিএম (বার), স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শহীদুল ইসলাম এবং বিসিসি’র বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ।
সভা শেষে চীনা রাষ্ট্রদূত মি. লি জিমিং-কে বরিশালের “সিটি কী” তুলে দেন মাননীয় মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্।