
অনলাইন নিউজঃ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিব বর্ষের ক্ষণগণনার অনুষ্ঠান উপলক্ষে বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃক সমন্বয় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন মাননীয় মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্৷
এসময় আরো উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ ইয়ামিন চৌধুরী, বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম, জেলা প্রশাসক এস. এম. অজিয়র রহমান, বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি এ. কে. এম. জাহাঙ্গীর, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস, ডিজিএফআই বরিশালের কর্ণেল জি এস বাকের হোসেন, বরিশাল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, বরিশাল সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দসহ আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় আগামী ১০ জানুয়ারী অনুষ্ঠিতব্য মুজিব বর্ষের ক্ষণগণনা অনুষ্ঠান সফল করার লক্ষ্যে আলোচনা করা হয়।