
অনুসন্ধানী নিউজ:বরিশাল সিটি কর্পোরেশন রুপাতলী ২৪নং ওয়ার্ডের অধিকাংশ সড়কে ও বাড়িতে সঠিক নিয়মানুবর্তী ড্রেনেজ ব্যবস্থা না থাকায় অপ্ল বর্ষা হলেই হাঁটু পানি জমে জনভোগান্তী চরমে পৌঁছে! এমন অনেক বাড়ি আছে চারদিকে সবাই আটকে দেয়াল করায় তাহারা নিচুতে তলিয়ে থাকে প্রায়ই!
চিত্রের ছবিটি রুপাতলী চান্দুর মার্কেট শের ই বাংলা সড়কের নানি বুড়ির সাবেক মাঝার সংলগ্ন লোক পরিচিতি কোডোনদের বাড়ির বা মৃত্যু জলিল বিডিআরদের বাড়ির দৃশ্য পট!
এর কারণ জমির মূল্য বৃদ্ধি পাওয়ায় সেচ্ছায় কেহ এক ফুট জমি ছাড়তে চায়না বা ছাড়েননা!
এবতবস্থায় বিশ্লেষকদের পরামর্শ সিটি কর্পোরেশন আন্তরিক হয়ে সকলকে ডেকে প্রয়োজনে প্রশাসনিক কাঠামো মজবুত করে সমন্বয় করে না হলে কঠোর পদক্ষেপ নিলেই সমস্যা সমাধান করতে পারবে ড্রেন নির্মাণ ও সংস্কার করা হলে সমস্যা সমাধান হওয়ার আশা করতে পারে বাসিন্দারা।