
অনুসন্ধানী নিউজ: বরিশাল সিটি কর্পোরেশন ১২ নং ওয়ার্ডের ত্রিশ গোডাউন কীর্তন খোলা নদীর পার বিনোদন কেন্দ্রে প্রতিদিন হাজার হাজর ভ্রমণ পিপাসুদের আগমন ঘটে!
এতো ঝাঁক ঝমক পূর্ণ একটি মনোরম পরিবেশে দর্শনার্থী একটু প্রশান্তি পায় এই স্থানে এলে
অথচ এতো বড় এরিয়ায় নেই কোনো পাবলিক টয়লেট যার কারণে পর্যটকদের ভোগান্তির শেষ নেই
আশে পাশে ব্যবস্থাও নেই যাহার কারণে অনেকেই অচিরেই উক্ত বিনোদন কেন্দ্রে পাবলিক টয়লেটের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুরোধ করেন।